কৌশিক সালুই, বীরভূম: ফের শুট আউটে রক্তাক্ত হলো বীরভূমের ডেউচা পাঁচামির পাথর শিল্পাঞ্চল এলাকা। শুক্রবার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলো পাথর ব্যবসায়ীর। প্রাথমিক অনুমান ব্যবসায়িক শত্রুতা জেনে খুন করা হয়েছে ওই ব্যবসায়ীকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত পাথর ব্যবসায়ী হলেন সুজয় মণ্ডল বয়স ৩৫ বছর। বাড়ি মুহাম্মদ বাজার থানার চন্দ্রপুর গ্রামে।
এদিন ভোরবেলায় সারেন্ডা চন্দ্রপুর রাস্তায় তার গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি এলাকায় পাথর ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। ব্যবসায়ীর স্ত্রী পিউ মন্ডল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় পার্শ্ববর্তী হিংলো গ্রামের এক গাড়ি চালককে আটক করেছে পুলিশ।
প্রাথমিকভাবে অনুমান তিনি তার ব্যবসার কাজ ছেড়ে গ্রামের বাড়ি চন্দ্রপুরে ফিরছিলেন গভীর রাত্রে। আততায়ী বা আততায়ীর দল সে গাড়ি আটকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার পেটে গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত দেহটি গাড়ির পাশে রাস্তায় পড়েছিল। ওই এলাকায় বিগত দুই বছরে বেশ কয়েকটি শুট আউট এর ঘটনা ঘটে।
পরপর ঘটে যাওয়া ঘটনা পুলিশ প্রশাসনকে চিন্তায় রেখেছে। যদিও পূর্ববর্তী সমস্ত ঘটনায় পুলিশ কিনারা করে ফেলেছে দ্রুত। প্রসঙ্গত মাস দুয়েক আগে গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গন্ডগোল হয়। সেই সময় সুজয় ও তার এক বন্ধুকে অস্ত্র মামলায় পুলিশ গ্রেফতার করে। সম্প্রতি দুর্গাপুজোর আগে জামিনে মুক্ত পেয়েছিল সে।
যদিও আদালতের শর্ত অনুসারে তার গ্রামে ঢোকার নিষেধ ছিল। দিন কয়েক আগে আদালতের কাছে অনুমতি পেয়ে বাড়িতে ফিরে ব্যবসায়িক কাজকর্ম দেখাশোনা করতে শুরু করেছিল। মৃত ব্যবসায়ীর স্ত্রী পিউ মণ্ডলের দাবি গত বৃহস্পতিবার বিকেলে সঞ্জীব মাহারা নামে তার এক পরিচিত ফোন করে ডাকে। সুজয় তার গাড়ি নিয়ে সেই পরিচিত ব্যক্তির কাছে যায় এবং তাকে নিয়ে মল্লারপুর এলাকার মাসির বাড়িতে গিয়েছিল রাত্রে। সেখানে খাওয়া দাওয়ার পর রাত্রি বারোটার নাগাদ মাসির কাছে থাকা সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে দুজন মিলে রওনা দেয়। তারপরেই এদিন সকালবেলায় তার গাড়ির পাশ থেকে রক্তাক্ত গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। যদিও টাকার ব্যাগটি গাড়ি থেকে পাওয়া যায়নি বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে। ঘটনার পর সঞ্জীব মাহারা পলাতক।
Read more:গুলমার্গে সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলা, নিহত ৪, আহত ৩
পিউ মন্ডল বলেন, স্বামীকে ফোন করে ডেকেছিল কোন বিষয়ে সাহায্য করার জন্য।। মল্লারপুরে মাসির বাড়ি থেকে সাড়ে তিন লক্ষ টাকা সহ খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছিল। তারপরেই এদিন সকালে মৃতদেহ উদ্ধার হয়েছে।
বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি তদন্ত করছে পুলিশ।
2 Comments
Pingback: 'সিএএ সমর্থন থেকে পড়ুয়াদের কটূক্তি'... জেনে নিন জামিয়ার আরএসএস ঘনিষ্ঠকে
Pingback: দানা তাণ্ডবে জয়নগর-কুলতলিতে ১৪ টি মাটির বাড়ি ভেঙে পড়ল, হতাহতের খবর নেই - PuberKalom.com