পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: সীমান্তের ক্যাম্প থেকে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের বিথারী ১৪৩ নম্বর বিএসএফ ক্যাম্পের ঘটনা।
শুক্রবার সীমান্ত রক্ষায় কর্মরত বছর ৫৩ এর সত্যেন্দ্র পলের মৃতদেহ ক্যাম্পের ভিতর থেকে উদ্ধার হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এখানে সীমান্ত রক্ষায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে মৃত সেনার বাড়ি উত্তরপ্রদেশের বুলন্দেশ্বর এলাকায়। শুক্রবার সকাল নটা নাগাদ ওই বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার করেকে স্বরূপনগরের শা্ড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর স্বরূপনগর থানায় বিএসএফ জনের মৃতদেহ নিয়ে যাওয়া হয়।
Read more: ভারতের ভিসা নীতিতে অসন্তুষ্ট বাংলাদেশের মানুষঃ রিজওয়ানা হাসান
বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য ওই জওয়ানের মৃতদেহ পাঠানো হয়েছে। ঠিক কী কারণে মৃত্যু বিএসএফ আধিকারিকরা অভ্যন্তরীন তদন্ত শুরু করেছে। মৃত জওয়ানের পরিবারকে এই খবর দেওয়া হয়েছে।
2 Comments
Pingback: জামিনে মুক্ত ইমরান খানের স্ত্রী বুশরা বিবি - PuberKalom.com
Pingback: গুলমার্গে সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলা, নিহত ৪, আহত ৩