সন্দীপ সাহা, কলকাতাঃ পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার রাতে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড় ডানার।
রাত ১১টা ১২ মিনিটে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু করে ঘূর্ণিঝড়টি। পূর্বাভাস মাফিক, ধামড়া এবং ভিতরকণিকার মাঝামাঝি এলাকায় আছড়ে পড়ে ডানা। প্রায় ৯ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় সে । শুক্রবার সকাল আটটা পর্যন্ত তার রেশ ছিল। আছড়ে পড়ার সময়ে ১১০ কিমি বেগে ঝড় হয়েছে বাংলা এবং ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতে। তবে মারাত্মক ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনও পর্যন্ত।
তবে প্রবল ঝড়ের জেরে বিপর্যস্ত ওড়িশার বিস্তীর্ণ এলাকা।
ঝড়ে গাছ উপড়ে বন্ধ হয়েছে বহু রাস্তা। অন্যদিকে, নবান্নে বসে রাতভর পরিস্থিতির দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ের জেরে বন্ধ করা হয়েছে দিঘার মেরিন ড্রাইভ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের দিঘা থেকে শুরু করে মন্দারমনিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
রাত থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে শহর কলকাতায় । সমুদ্র উত্তাল। দুর্ঘটনা এড়াতে ওড়িশার কয়েকটি জায়গায় বিদ্যুৎ সহযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দুটি রাজ্যের বহু মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে এসেছে প্রশাসন।