পুবের কলম, ওয়েবডেস্ক: বিমানে বোমাতঙ্কের ঘটনা যেন নিত্যনৈমিত্তিক রুটিনে পরিণত হয়েছে।
কয়েকদিন ধরে বিভিন্ন ভারতীয় বিমান সংস্থার উড়ানে বোমা রাখায় উড়ো হুমকি আসছিল। একইভাবে বৃহস্পতিবার ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, বিস্তারা এবং আকাশ বিমান সংস্থার ৮৫টি উড়ানে বোমাতঙ্কের খবর প্রকাশ্যে এসেছে।
গত ১০ দিনে যেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০-তে।
ধারাবাহিকভাবে উড়ানে বোমাতঙ্কের জেরে প্রবলভাবে ব্যাহত হয়েছে ভারতীয় উড়ানের পরিষেবা। এর ফলে এভিয়েশন সেক্টরে ৬০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।
READ MORE: ঘূর্ণিঝড় ‘ডানা’র সতর্কতায় তৎপর হাওড়া জেলা প্রশাসন
জানা গেছে, এদিন ২৫ টি আকাশ , ২৫ টি এয়ার ইন্ডিয়া, ২৫ টি ইন্ডিগো এবং ভিস্তারা থেকে ২০টি এবং স্পাইসজেট এবং অ্যালায়েন্স এয়ারে পাঁচটি করে বোমার হুমকি পাওয়া গেছে। এর আগে সর্বমোট ১৭০-এরও বেশি বিমান বোমার হুমকি পেয়েছিল। যদিও সেগুলো পরে ‘প্রতারণা’ বলে উড়িয়ে দেওয়া হয়েছিল।
বলা বাহুল্য, এইসব বোমাতঙ্কের অধিকাংশই সোশ্যাল সাইট মারফত এসেছে।
বোমা রাখার খবর আসার পরেই তল্লাশির কারণে হাজার হাজার যাত্রী হয়রানির স্বীকার হয়েছে। যার কারণে, এ ধরনের উড়ো খবর ছড়ানো ব্যক্তিদের নো ফ্লাই তালিকাভুক্ত করবে বলে ঠিক করেছে প্রশাসন। এমনকি এই ধরণের হুমকি রুখতে কড়া আইন আনার কথাও বলেছে সরকার। বোমাতঙ্ক ছড়ানোর জন্য দিল্লি পুলিশ এ পর্যন্ত ৮টি মামলা দায়ের করেছে।