লিমা, ২২ অক্টোবরঃ দুর্নীতি মামলায় পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডোকে ২০ বছর ৬ মাসের কারাদণ্ড দিল দেশটির একটি আদালত। ব্রাজিলিয়ান কোম্পানি ওডেব্রেখটের দুর্নীতির মামলায় এই রায় দিয়েছে আদালত। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন টলেডো। সোমবার দুর্নীতি ও অর্থ পাচার মামলায় ৭৮ বছর বয়সী প্রাক্তন প্রেসিডেন্টকে এই সাজা দেওয়া হয়েছে।
Read More: ডানা সতর্কতায় আগামীকাল থেকে ৯ জেলায় চারদিন স্কুল-কলেজ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিলে পেরু ও ব্রাজিলকে সংযোগকারী আন্তঃমহাসাগরীয় মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরকারি চুক্তির বিনিময়ে ব্রাজিলিয়ান নির্মাণ সংস্থা ওডেব্রেখটের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট। আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে প্রাক্তন প্রেসিডেন্টকে রাজধানী লিমার বার্বাডিলো কারাগারে পাঠানো হয়।
1 Comment
Pingback: ইসরাইলি আগ্রাসনে সহায়তা টাটার, নিউইয়র্কে 'টাটা বাই বাই' আন্দোলন সমাজকর্মীদের