কায়রো, ২১ অক্টোবর: মিশরকে ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
আরও পড়ুনঃডলারমুক্ত লেনদেনে আসছে ‘ব্রিকস পে’
প্রায় তিন বছর ধরে ম্যালেরিয়ার সংক্রমণের ধারা রুখে দিতে সক্ষম হওয়ায় দেশটিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এক বিবৃতিতে এই রোগের অবসান ঘটানোর জন্য মিশরের সরকার ও জনগণের প্রচেষ্টার প্রশংসা করেছে ‘হু’। ‘হু’ প্রধান টেড্রস ঘেব্রিয়াসুস বলেছেন, ‘মিশরীয় সভ্যতার মতোই প্রাচীন একটি রোগ ম্যালেরিয়া। এটি মিশরের ফেরাউনদেরও ভুগিয়েছিল। তবে রোগটি এখন কেবলই ইতিহাসের অংশ।’
পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে তৃতীয় দেশ হিসেবে ম্যালেরিয়ামুক্ত দেশের স্বীকৃতি পেল মিশর। এ অর্জন দেশটির জন্য ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছে হু।
এর আগে সংযুক্ত আরব আমিরশাহী ও মরক্কো এই স্বীকৃতি পেয়েছিল। ম্যালেরিয়ায় বিশ্বে প্রতিবছর প্রায় ৬ লক্ষ মানুষ মারা যায়। এর বেশির ভাগই আফ্রিকা মহাদেশে। বিশ্বজুড়ে ৪৪টি দেশ ও একটি অঞ্চল ম্যালেরিয়ামুক্ত হওয়ার মাইলফলক অর্জন করেছে।