কলকাতাMonday, 21 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

সোনম ওয়াংচুকের আহ্বানে দেশজুড়ে প্রকৃতি রক্ষায় চলছে অনশন আন্দোলন, শামিল কলকাতাও   

asim kumar
October 21, 2024 1:51 pm
Link Copied!

সন্দীপ সাহা, কলকাতা:  প্রকৃতিকে ধবংসের হাত থেকে বাঁচাতে লাদাখের সোনম ওয়াংচুকের আহ্বানে দেশজুড়ে আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ। বাদ গেল না কলকাতাও। রবিবার কলকাতার কলেজ স্ট্রিটে প্রাণ প্রকৃতি রক্ষার এই আন্দোলনে ১২ ঘন্টা প্রতীকী অনশনে শামিল হলেন সাধারণ মানুষ। ২৫ জন এই অনশন আন্দোলনে সামিল হয়েছেন। বক্তব্য রাখেন অনুরাগ মৈত্রী,  সুরজিৎ চক্রবর্তী, মানবাধিকার কর্মী সোমনাথ চক্রবর্তী।

প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে জোট বাঁধার আহবান ওয়াংচুকের, কারণ আমাদের দেশ এক ভয়ানক প্রাকৃতিক বিপদের মধ্যে দাঁড়িয়ে আছে। বার বার মানুষকে তিনি সেই কথা বোঝাতে চাইছেন। এর আগেও লাদাখকে বাঁচাতে অনশন করতে দেখা গিয়েছিল তাঁকে।

মধ্য ভারতের ফুসফুস হাসদেওতে চলছে অরণ্য ধ্বংস,  মানুষের জীবনকে পরোয়া না করেই চলছে এই ধ্বংসের কাজ। অপর দিকে দেশের উত্তর  ভাগে দিল্লিতে সোনম ওয়াংচুক লাদাখের প্রকৃতি রক্ষার জন্য করছেন অনশন। ওয়াংচুককে সমর্থন জানিয়ে কলকাতাও প্রকৃতি রক্ষার এই আন্দোলনে শামিল হল।