রিয়াদ, ২০ অক্টোবরঃ ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিন, লেবানন ও ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোর নিহত নেতাদের অসম্মান করায় সৌদি আরবের মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার বা এমবিসি টিভি চ্যানেল নিষিদ্ধ করেছে ইরাক সরকার। এর আগে বাগদাদে চ্যানেলটির অফিসে হামলা চালায় বিক্ষুব্ধ ইরাকি তরুণনা। এবার বেসরকারি সম্প্রচার মাধ্যম এমবিসির কর্মকর্তাদের তলব করল সৌদি আরবের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে তাদের।
অভিযোগ, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীর নেতা ও কমান্ডারদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে একটি প্রতিবেদন প্রচার করেছে বেসরকারি টিভি চ্যানেলটি। এই ঘটনার পরই চ্যানেলের কর্মকর্তাদের তলব করে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
Read More: দিল্লিতে সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণ ! কারণ নিয়ে ধোঁয়াশা
সৌদি আরবের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা জিএএমআর (জেনারেল অথরিটি অফ মিডিয়া রেগুলেশন) এক বিবৃতিতে জানিয়েছে, দুবাই ভিত্তিক চ্যানেলটির পরিচালকদের ডাকা হয়েছে। সম্প্রচারিত সংবাদটি কিংডমের মিডিয়া বিধান ও নীতি লঙ্ঘন করেছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, ক্ষ্মকিংডমের মিডিয়া বিধান এবং সংবাদমাধ্যমের কনটেন্টগুলি ক্রমাগত পর্যবেক্ষণ করা হয়। নিয়মনীতি লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নিতে নমনীয় হবে না।
Read More: শহিদ ইয়াহিয়া সিনওয়ার: প্রজ্ঞাসম্পন্ন নির্ভীক সিপাহসালার
এদিকে ইতিমধ্যে এমবিসি টিভি চ্যানেলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইরাক সরকার। চ্যানেলটির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে এবং বাগদাদে এর ব্যুরো বা আঞ্চলিক অফিস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বারবার ইরাকি সম্প্রচার বিধিমালার লঙ্ঘন এবং প্রতিরোধ যুদ্ধের বীর নেতা, সন্ত্রাসবিরোধী কমান্ডার ও শহিদদের সম্মানের ওপর আক্রমণের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।