নয়াদিল্লি, ১৬ অক্টোবরঃ আর একবার একাধিক নিত্যপ্রয়োজনীয় ও জীবনদায়ী ওষুধের দাম বাড়তে চলেছে? প্রায় ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে বলে আশংকা তৈরি হয়েছে। আর এর নেপথ্যে রয়েছে কেন্দ্রের মূল্য নিয়ন্ত্রক সংস্থা। কারণ, তারাই ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ওষুধের দাম বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, এবার তরতর করে ওষুধের দাম বাড়াতে শুরু করবে ওষুধ নির্মাতা সংস্থাগুলি। একাধিক গুরুতর রোগের ওষুধের দাম বাড়ানোর ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের মূল্যনিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’। কোন কোন রোগের ওষুধের দাম বাড়তে পারে, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানসিক রোগের ওষুধ, অ্যাজমা, টিবি, গ্লুকোমা, থ্যালাসেমিয়ার মতো রোগগুলির ওষুধের দাম বাড়বে আগামী দিনে। কেন ওষুধগুলির দাম বাড়ানো হচ্ছে, তার কারণ হিসেবে মূল্যনিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ওষুধ তৈরির কাঁচামালের দাম বর্তমানে অনেকটাই বেড়ে গিয়েছে। আনুষঙ্গিক জিনিসপত্রের দামও বাড়ছে। আর সেজন্যই কারণে ওই রোগের ওষুধগুলির দাম বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট রোগের ওষুধগুলির সর্বোচ্চ দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারবে প্রস্তুতকারী সংস্থাগুলি। এই ওষুধগুলির তালিকায় রয়েছে—বেনজাইল পেনিসিলিন ১০০০০০০ আইইউ ইনজেকশন, অ্যাট্রোপিন ইনজেকশন, স্ট্রেপটোমাইসিন পাউডার, স্যালবুটামল ট্যাবলেট প্রভৃতি।
ব্রেকিং
- ইন্তেকাল করলেন পীর এস এম আলকাদরী
- তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু গেছে: ইউক্রেনের প্রাক্তন সেনাপ্রধান
- হরিয়ানায় গণনায় কারচুপি করেছে বিজেপি, হাইকোর্টে আবেদন কংগ্রেসের
- পুলিশ নিরীহ মানুষকে গ্রেফতার করছে, অভিযোগ তুলে শাসন থানায় ডেপুটেশন যুব ফেডারেশনের
- বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কে গ্রামবাসী, ‘ভয় নেই’ অভয় দিল বন দফতর
- ট্রেনে তবলা বাদককে খুন-কাণ্ডে হাওড়ায় ডিআরএম-কে ডেপুটেশন দিল আইএনটিটিইউসি
- সোনারপুরের বেসরকারি স্কুলে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বোম স্কোয়ার্ড
- মমতা বলার পরই শুরু তৎপরতা, আলু পিয়াজের দাম কী কমবে? প্রশ্ন ক্রেতাদের
- জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও শহরে মিলবে না ঠাণ্ডা
- ‘ময়নাতদন্তের পরেও বেঁচে উঠল লাশ’ ঢোকানো হত চুল্লিতে, রাজস্থানে অদ্ভুতুড়ে কাণ্ড
- ওবিসি শংসাপত্র বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্টের শুনানি: পরবর্তী তারিখ ৯ ডিসেম্বর
- ভারতকে লড়াইয়ে ফেরালেন বুমরাহ