কলকাতাTuesday, 15 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

উত্তর ২৪ পরগনা জেলার বন্যার্ত মানুষের পাশে জমিয়েতে উলামায়ে বাংলা

asim kumar
October 15, 2024 7:49 am
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: জমিয়েতে উলামায়ে বাংলা ফুরফুরা শরীফের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর, হাবরা, আমডাঙ্গা উত্তর ও দক্ষিণ এবং দেগঙ্গা থানা কমিটির স্বেচ্ছাসেবী কর্মীরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালো। সোমবার হাবড়া থানার জিরেনগাছা ও ছোট বকশির আটি এবং দেগঙ্গা থানার বেলিয়াখালি গ্রামে জলবন্দী দুস্থ পরিবার গুলির হাতে ত্রাণের খাদ্য সামগ্রী তুলে দিলেন তারা।

বেলিয়াখালি তাজবীদুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে ব্যবস্থাপক আলহাজ্ব রুহুল আমিন সাহেবের উদ্যোগে এবং জমিয়তে উলামায়ে বাংলার সহযোগিতায় এলাকার বেশ কিছু বন্যার্ত মানুষকে চাল, আলু, ডাল, পেঁয়াজ, ভোজ্য তেল, সোয়াবিন মুড়ি বিস্কুট সহ বাচ্চাদের দুধ চকলেট বিস্কুট কেক ইত্যাদি দেওয়া হয়।

ত্রাণ সামগ্রীর এই প্যাকেট তাদের হাতে তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক পীর জামাতা আলহাজ্ব মাওলানা মুফতি আজমতুল্লা সিদ্দিকী সাহেব, উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম, হাবড়া থানা কমিটির সম্পাদক আলহাজ্ব আকরাম হোসেন, সহ সম্পাদক রবিউল হক, ডা. নুরুল ইসলাম সহ-সভাপতি আলহাজ্ব সফিয়ার রহমান, অশোকনগর থানা কমিটির সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, সম্পাদক মাস্টার ইসরাইল মল্লিক, সহসভাপতি আলহাজ্ব মিকাইল, আলহাজ্ব কবিরুল ইসলাম, আমডাঙ্গা উত্তরের সম্পাদক আলহাজ্ব আব্দুল হামিদ, দক্ষিণের সম্পাদক মাওলানা মোস্তাক আহমেদ, দেগঙ্গা থানা কমিটির মুখ্য সংগঠক মোজাফফর হক সহ জমিয়তের কর্মীরা।

 

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক পীরজামাতা আলহাজ্ব মাওলানা মুফতি আজমতুল্লাহ সিদ্দিকী সাহেব বলেন, বিশ্বনবী সাঃ এর দেখানো পথেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। শতবর্ষ প্রাচীন এই সংগঠন দাদা হুজুর রহ. এর নির্দেশিত কর্মসূচির অঙ্গ হিসেবে কর্মীরা আমাদের রাজ্যের বন্যা কবলিত খানাকুল, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন গ্রামে সাধ্যমত ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছে।

এছাড়াও সারা বছর ধরে জমিয়াতে উলামায়ে বাংলার কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা বিনামূল্যে চশমা প্রদান সহ নানা কল্যাণকর কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

জেলা সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম জানান, জাতি, ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সমস্ত অসহায় বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিকী রহ. এর সৃষ্টির সেবা এই মতাদর্শকে মান্যতা দিতে চাই। সমাজের সমস্ত স্তরের সম্পদশালী মানুষ যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সেই আহ্বান জানাই।