পুবের কলম, ওয়েব ডেস্কঃ উৎসবের আবহেই বেজে উঠল ভোটের বাজনা। আজ (মঙ্গলবার) বিকেলেই মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে চলছে ভারতের নির্বাচন কমিশন। পাশাপাশি বাংলার ৬টি বিধানসভা এবং একটি লোকসভার কেন্দ্রের উপনির্বাচনের দিনও ঘোষণা করা হতে পারে।
সংবাদ সূত্রে জানা গেছে, এ দিন বিকেল সাড়ে ৩টে নাগাদ এই নির্ঘন্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। এই মাসের শেষ থেকে নভেম্বরের গোড়া পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় পুজোপাঠ ও উৎসব চলবে। যেমন ধনতেরাস থেকে দীপাবলি চলবে ২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। এরপরেই রয়েছে ছট পুজো এবং দেব দীপাবলি। সেই হিসেবে অনুমান করা হচ্ছে যে, নির্বাচন কমিশন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে।
পশ্চিমবঙ্গের যে যে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে পারে সেগুলি হল, হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট। উল্লেখ্য, মেদিনীপুরের বিধায়ক ছিলেন তৃণমূল নেত্রী জুন মালিয়া। তিনি লোকসভায় চলে যাওয়ায় এই আসনটি শূন্য হয়েছে। একইভাবে মাদারিহাটের বিজেপির মনোজ টিগ্গা এবং নৈহাটির তৃণমূল মন্ত্রী পার্থ ভৌমিকের শূন্য আসনে ভোট বাকি রয়েছে। সদ্য প্রয়াত বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম। তাঁর শূন্য আসনেও উপনির্বাচন এদিনই ঘোষণা করতে পারে কমিশন।