মানাগুয়া, ১৪ অক্টোবর: ইসরাইলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। দেশটির সরকার বলেছে, তারা কোনও ‘ফ্যাসিস্ট’ ও ‘গণহত্যকারী’ দেশের সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বর্বর হামলার কারণে নিকারাগুয়ার সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
এখন লেবাননেও আক্রমণ শুরু করেছে ইসরাইলি বাহিনী। একইসঙ্গে তাদের এ আগ্রাসন ইয়েমেন, সিরিয়া ও ইরানে ছড়িয়ে পড়ারও ঝুঁকি তৈরি হয়েছে। গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে নিকারাগুয়ার সংসদে একটি প্রস্তাব পাস হয়, যাতে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগার সরকারকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়।
নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো জানান, নিকারাগুয়ার কংগ্রেসে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইরানের। এদিকে, ইসরাইল ও ইরানের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। এমন অবস্থায় ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরানের বন্ধুদেশ নিকারাগুয়া।