কলকাতাSunday, 13 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

টাকিতে দুই বাংলার বিসর্জন ঘিরে কড়া নিরাপত্তা, ইছামতি নদীর জিরো পয়েন্টে বিএসএফ-বিজিবি পেট্রোলিং

Kibria Ansary
October 13, 2024 8:31 am
Link Copied!

ইনামুল হক, টাকি: টাকিতে দুই বাংলার বিসর্জনের প্রস্তুতির ছবি রবিবার সকাল থেকে লক্ষ্য করা যায়। কড়া নজরদারির মধ্যে ওপার বাংলা ও এপার বাংলার প্রতিমা নিরঞ্জন হবে ইছামতি নদীতে। তার আগেই নদীপথে চলছে বিএসএফের টহলদারি। পাশাপাশি সিসিটিভি বসানো হয়েছে। নজরদারির জন্য নদীর মাঝ বরাবর লঞ্চ করে চলছে টহলদারী। এক কথায় বলা যায় টাকির ইছামতি নদীতে এপার বাংলার ওপার বাংলার দুই বাংলার ভাসানের কঠোর নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলেছে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। টাকির ইছামতি নদীর ভাসান প্রাচীন কাল থেকে এক সংস্কৃতি বহন করে চলেছে। দুই বাংলার বিসর্জনের মধ্য সম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। আর শতাব্দী প্রাচীন এই বিসর্জন দেখতে রাজ্য তথা ভিন রাজ্য এমনকি বিদেশি পর্যটকরা নদীর পাড়ে ঢল নামান। পুজোর একমাস আগে থেকে টাকির যেসব হোটেল রয়েছে সেগুলো সব বুকিং হয়ে যায়। জানা গিয়েছে, ১৩ই অক্টোবর দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই বাংলার প্রতিমা নিরঞ্জন হবে। সেই সঙ্গে দর্শনার্থীদের নৌকা নামবে। কিন্তু কেউ সীমান্ত অতিক্রম করবে না। তার জন্য নদীর মাছ বরাবর ৫০টি বোর্ড মোটা দড়ির কাছি একাধিক সিসিটিভি ক্যামেরা জুনুনের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে রাজ্য পুলিশের বাহিনী থাকবে। পাশাপাশি উইনারস টিম সিভিল পোশাকে থাকবেন যাতে নিরাপত্তা নিয়ে কোন কার্পণ্য না থাকে। ইতিমধ্যে ইছামতি পারে ভিড় জমাতে শুরু করেছে দর্শনার্থীরা। এই বিসর্জন ঘিরে রয়েছে দুই বাংলার সম্প্রীতির এক নিদর্শন। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা জেলাশাসক শরদকুমার দ্বিবেদী , বসিরহাট মহাকুমার শাসক, প্রশাসনিক আধিকারিকরা ইছামতি নদী পরিদর্শন করেছেন।