পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বড়সড় রেল দুর্ঘটনা। তামিলনাড়ুতে মালগাড়ির পিছনে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাইনচ্যুত কয়েকটি বগি। ঘটনায় আহতের সংখ্যা বেড়ে হল ১৯ জন। দক্ষিণ রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর কেউ নিহত হয়নি। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধেবেলার ঘটনায় সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স, NDRF, SDRF মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে সকলে।
রেল সূত্রে জানা গিয়েছে, মাইসুরু থেকে বিহারের দ্বারভাঙার দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাগমতী এক্সপ্রেস। থিরুভাল্লুরের কাছে কাভারাপেট্টাই স্টেশনে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। বাগমতী এক্সপ্রেস গতিতে এসে মালগাড়িকে পিছন থেকে ধাক্কা দেয়। সময় তখন রাত ৮টা ৫০। দুটি ট্রেনের সংঘর্ষে আগুন জ্বলে ওঠে। চূড়ান্ত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
তিরুভাল্লুরের জেলাশাসক টি প্রভুশঙ্কর এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “ট্রেনটিতে প্রায় ১ হাজার ৩৬০ জন যাত্রী ছিলেন। খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দেরি না করে উদ্ধার অভিযান যাতে এগিয়ে যায় তা নিশ্চিত করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সব যাত্রীকে নিরাপদে উদ্ধারের ব্যবস্থা করি।”