পুবের কলম, ওয়েবডেস্ক: বেআইনি খনি মামলার তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার কর্ণাটকের সিনিয়র আইপিএস অফিসার এম চন্দ্রশেখর কুমারস্বামীর বিরুদ্ধে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ অভিযোগ করায় অভিযোগ দায়ের করেছেন।
বেআইনি খনি মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামী। এই মামলার তদন্তে সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করে রাজ্য সরকার। সেই সিটের নেতৃত্বে রয়েছেন আইপিএস অফিসার চন্দ্রশেখর। মন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়া কারণে বেঙ্গালুরুর সঞ্জয় নগর থানায় দায়ের করেন পুলিশ কর্তা। অভ্যন্তরীণ সুরক্ষা বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল চন্দ্রশেখর অভিযোগ করেছেন, ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুটি সাংবাদিক সম্মেলনের সময় কুমারস্বামী তাঁকে এবং তার পরিবারকে হুমকি দিয়েছিলেন।