পুবের কলম, ওয়েবডেস্ক: লেবাননের মধ্য বৈরুতের দুটি ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালাল ইসরাইল। হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত ১১৭ জন। লেবাননের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়।
ইসরাইলি সেনা বাহিনী এর আগে হামলার এলাকাগুলোকে হিজবুল্লাহ-ঘনিষ্ঠ হিসাবে বর্ণনা করেছিল, কিন্তু এই নতুন হামলা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি। রয়টার্সের খবরে বলা হয়েছে একজন সিনিয়র হিজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। ইসরাইলের পক্ষ থেকে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী নির্দিষ্ট ভবনসহ বৈরুতের দক্ষিণ শহরতলির জন্য একটি নতুন উচ্ছেদ সতর্কতা জারি করে। আগের দিন, ইসরাইল দক্ষিণ লেবাননের বেসামরিক নাগরিকদের যুদ্ধ পরিস্থিতি এড়াতে বাড়িতে ফিরে না যাওয়ার জন্য সতর্ক করেছিল।