পুবের কলম,ওয়েব ডেস্ক: গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২৪-এ আরও পিছনে ভারতের অবস্থান। ১২৭ দেশের মধ্যে ১০৫তম স্থান ভারতের । অবস্থা শোচনীয় বলে আখ্যা অনেকের। শুধু তাই নয়, ভারতের অবস্থান পাকিস্তান ও আফগানিস্তানের উপরে হলেও বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার ও নেপালের মতো দেশেরও পিছনে।
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২৪-এ ভারতের স্কোর ২৭.৩। ২০১৬ সালে ভারতের এই ইনডেক্স ছিল ২৯.৩। ২০০০ সালে এটি ছিল ৩৮.৪ ও ২০০৮ সালে এটি ছিল ৩৫.২।