কলকাতাFriday, 11 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

রতন টাটার উত্তরসূরী নির্বাচিত হলেন নোয়েল

Abul Khayer
October 11, 2024 10:56 am
Link Copied!

পুবের কলম, ওয়েব ডেস্কঃ রতন টাটার জীবনাবসানের পর টাটা গ্রুপের চেয়ারম্যান কে হতে চলেছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।  অবশেষে শুক্রবার ঘোষিত হল রতন টাটার উত্তরসূরী হতে চলেছেন তাঁর সৎ ভাই। শুক্রবার বোর্ডের সভায় টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে সর্বসম্মতিক্রমে নোয়েল টাটার নাম ঘোষিত হয়েছে।

রতন টাটার মৃত্যুর পর তিনটি নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। তাঁরা হলেন লিয়া টাটা, মায়া টাটা এবং নেভিল টাটা। কিন্তু রতন বিয়ে করেননি, নিঃসন্তান, তাহলে এই লিয়া, মায়া ও নেভিল কারা? এই তিনজন হলেন রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার তিন সন্তান। ইতিমধ্যে টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন তাঁরা। লিয়া, মায়া ও নেভিলের প্রতি ভরসা দেখিয়েছেন খোদ রতনও। সেই সূত্রেই দোরাবজি টাটা ট্রাস্ট এবং রতন টাটা ট্রাস্টের ট্রাস্টি হিসেবে তিনজনকে নিয়োগের অনুমোদন দেন নিজেই। যদিও বাস্তবে সন্তানেরা নয়, রতনের ছেড়ে যাওয়া জুতোতে পা গলালেন লিয়া, মায়া, নেভিলের বাবা নোয়েল টাটা।

৬৭ বছরের নোয়েল হলেন দোরাবজি টাটা ট্রাস্টের একাদশতম চেয়ারম্যান এবং রতন টাটা ট্রাস্টের ষষ্ঠ চেয়ারম্যান। দেড়শ বছরের বেশি পুরনো সংস্থায় ট্রাস্টের প্রধানের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোয়েল <span;>টাটা গ্রুপের হয়ে চার দশকের বেশি নেতৃত্ব নিয়ে এসেছেন। তিনি বর্তমানে টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন।ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, টাটা স্টিল এবং টাইটান কোম্পানি লিমিটেডের বোর্ডে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তাঁর মেয়াদকালে, তিনি ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে কোম্পানির রাজস্ব ৫০০ মিলিয়ন ডলার থেকে ৩ বিলিয়ন পর্যন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।