পুবের কলম ওয়েব ডেস্ক: এই বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ কোরিয়ার সাহিত্যিক হান কাং। তিনি প্রথম দক্ষিণ কোরিয়ান লেখক ও এশিয়া থেকে এই প্রথম কোনো মহিলা লেখক এই পুরস্কার পেলেন।
নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, হানের লেখনীতে মানুষের মানসিক এবং শারীরিক যন্ত্রণা উঠে এসেছে বার বার। ঐতিহাসিক ঘটনাগুলি মানুষের জীবনে কী প্রভাব ফেলে, তা বার বার খুঁজেছেন হান। তার পর তুলে ধরেছেন নিজের লেখনীতে। সেখানে ব্যক্তির সঙ্গে সমষ্টির যন্ত্রণা মিলেমিশে একাকার হয়েছে। ২০১৪ সালে তাঁর লেখা ‘হিউম্যান অ্যাক্ট’-এর প্রেক্ষাপট এ রকমই এক ঐতিহাসিক ঘটনা। ১৯৮০ সালে গুয়াংজুতে বিক্ষোভ দেখিয়ে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যে ছিলেন পড়ুয়ারাও। সেই ভয়ঙ্কর ঘটনা, হিংসা, প্রতিরোধ উঠে এসেছিল ‘হিউম্যান অ্যাক্ট’-এ।
সে কারণেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে হানকে।
১৯৯৩ সালে প্রথম ‘উইন্টার ইন সিওল’ সহ পাঁচটি কবিতা প্রকাশিত হয় তাঁর । মুনহাক-গুয়া-সাহো (লিটারেচার অ্যান্ড সোসাইটি)-এর শীতকালীন ইস্যুতে ছাপা হয়েছিল সেই কবিতা। পরের বছর ১৯৯৪ সালে ঔপন্যাসিক হিসাবে হাতেখড়ি হয় হানের। ১৯৯৫ সালে তাঁর প্রথম ছোটগল্প সঙ্কলন ‘ইয়োসু’ প্রকাশিত হয়। এর পর ‘ফ্রুটস অফ মাই ওম্যান’ (২০০০), ‘স্যালাম্যান্ডার’ (২০১২)-এর মতো ছোট গল্প সঙ্কলন প্রকাশিত হয়েছে তাঁর। প্রকাশিত হয়েছে ‘ব্ল্যাক ডিয়ার’ (১৯৯৮), ‘ইওর কোল্ড হ্যান্ডস’ (২০০২), ‘দ্য ভেজিটেরিয়ান’ (২০০৭) ‘ব্রিদ ফাইটিং’ (২০১০), দ্য হোয়াট বুক(2016), ডোন্ট সে গুডবাই(2021) প্রভৃতি।
তিনি ‘দ্য ভেজিটেরিয়ান’-এর জন্য ২০১৬ সালে বুকার পুরস্কার পেয়েছিলেন । তাঁর সাম্প্রতিক উপন্যাস ‘আই ডু নট বিড ফেয়ারওয়েল’-এর জন্য ২০২৩ সালে ফ্রান্সে মেডিসিস পুরস্কার পেয়েছেন। দ্য ভেজিটেরিয়ান’ তাঁর ইংরাজিতে অনুবাদ করা প্রথম উপন্যাস । বাংলাতেও অনূদিত হয়েছে এই উপন্যাসটি।