পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত হয়েছেন শিল্পপতি রতন টাটা। বুধবার রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। টাটা গ্রুপের ভূতপূর্ব চেয়ারম্যানের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার বিদেশমন্ত্রী বলেছেন, “আমি যখন সরকারের মধ্যম স্তরে কর্মরত ছিলাম, তখন তাঁর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। সে সময় আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সিইও ফোরাম শুরু করি। নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তি হিসেবে প্রথম পছন্দই ছিলেন রতন টাটা। সেই বছরগুলোতে আমরা একসঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতাম, একসঙ্গে আমেরিকা ভ্রমণ করতাম। তিনি সত্যিই একজন অসাধারণ মানুষ ছিলেন।”
এস জয়শঙ্করের কথায়, শিল্পের জগতে এমন কাউকে আমি মনে করতে পারি না যিনি খুব বিস্তৃত ক্রস সেকশনের মানুষের মধ্যে এই জাতীয় আবেগ জাগিয়ে তুলেছেন। অনুভূতি, স্নেহ ও শ্রদ্ধার মানুষ ছিলেন তিনি। সত্যিকার অর্থে টাটা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু জাতীয় ক্ষতি। তিনি তাঁর সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন মানুষ ছিলেন। এক অর্থে তিনি টাটা গ্রুপকে বিশ্বের স্থানে নিয়ে গিয়েছিলেন।