পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির উপরাজ্যপালের চক্রান্তে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বিতড়িত করা হয়েছে মুখ্যমন্ত্রী অতিশীকে। এমনকী বের করে দেওয়া হয়েছে তাঁর আসবাবপত্রও। তবে তাতে দমে না গিয়ে নিজের ব্যক্তিগত বাসভবন থেকেই মুখ্যমন্ত্রী পদ সামলাচ্ছেন অতিশী। সোমবারই দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে প্রাপ্য সরকারি বাসভবনে উঠেছিলেন অতিশী। বুধবারই সিভিল লাইনসের সরকারি বাসভবন থেকে উচ্ছেদ করে বাড়িতে তালা ঝুলিয়ে দেয় পূর্ত দফতর। আপের অভিযোগ, বিজেপির ‘দালাল’ হয়ে কাজ করছেন উপরাজ্যপাল। নক্কারজনকভাবে মুখ্যমন্ত্রীকে তাঁর সরকারি বাসভবন থেকে উচ্ছেদ করেছেন উপরাজ্যপাল।
এদিকে পূর্ত দফতর জানিয়েছে, কেজরিওয়াল বাড়িটি ফাঁকা করে দিলেও সরকারিভাবে পূর্ত দফতরকে সেটি হস্তান্তর করেননি। চাবি দিয়েছেন অতিশীকে। যা আইনবিরুদ্ধ।