কলকাতাTuesday, 8 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মহিলা যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ, ৩৩৫ জনকে গ্রেফতার করল রেল পুলিশ

Kibria Ansary
October 8, 2024 3:03 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ ট্রেনে সফর করাকালীন হামেশাই মহিলা যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ উঠে। স্বাভাবিকভাবেই লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও মহিলা যাত্রীদের নিরাপত্তায় কড়া হতে দেখা গিয়েছে রেল পুলিশকে। ট্রেনে মহিলা যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের জেরে গ্রেফতার করা হল ৩৩৫ জনকে। চলতি মাসের প্রথম ৬ দিনে পূর্ব রেলের চারটি শাখায় মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। রেল সূত্রে খবর, শিয়ালদা শাখায় গ্রেফতার করা হয়েছে ১৭৮ জনকে। হাওড়া শাখায় ৭০, আসানসোল শাখায় ৫৫, মালদা শাখায় ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই চারটি শাখা মিলিয়ে মোট ৩৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মহিলা কামরায় যাঁরা ঢুকে পড়েছেন এবং অশালীন আচরণের অভিযোগে অনেকের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে রেল পুলিশ। অনেককে জরিমানাও করা হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, ‘‌অপারেশন উওমেন সেফটি’‌র অধীনে বিশেষ বাহিনী মোতায়েন করে দফায় দফায় নজরদারি চালাচ্ছেন আরপিএফ জওয়ানরা। রেল পুলিশের নজরদারিতেই ধরা পড়ছে অশ্লীল আচরণের ঘটনা। এই অপরাধের দায়ে অক্টোবর মাসের প্রথম ৬ দিনে‌ ৩৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে দুর্গাপুজোর দিনগুলিতে রেল স্টেশনে বাড়তি ভিড় হয়। তাই তখন মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ করা হয়। আরপিএফের তরফে বলা হয়েছে, মহিলাদের সুরক্ষায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। সাদা পোশাকের পুলিশের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করা হচ্ছে।