আঙ্কারা, ৮ অক্টোবর: গাজায় ‘গণহত্যা’ চালানোর জন্য ইসরাইলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ৭ অক্টোবর গাজায় ইসরাইলের শুরু করা যুদ্ধের ১ বছর পূর্তিতে ইসরাইলের সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট।
এক্সে এরদোগান লিখেছেন, ‘এটা ভুলে যাওয়া উচিত হবে না যে দ্রুতই হোক বা দেরিতে, ইসরাইলকে এ গণহত্যার মূল্য দিতে হবে। এক বছর ধরে এটা চলেছে। এখনও তা অব্যাহত রয়েছে।’ তিনি আরও লেখেন, ‘মানবতার অভিন্ন জোট যেভাবে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে থামিয়ে দিয়েছিল, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ককেও একইভাবে থামিয়ে দেওয়া হবে।’
গাজার হামাস–নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রকের তথ্যমতে, এক বছরে ইসরাইলের হামলায় গাজার অন্তত ৪১ হাজার ৯০৯ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ৯৭ হাজার ৩০৩ জন।
বিগত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় শহিদ হয়েছেন ৩৯ জন। ইসরাইলের হামলায় গাজার অধিকাংশ মানুষই এখন বাস্তুচ্যুত। প্রাণ বাঁচাতে একাধিকবার তাঁদের গাজার এক মাথা থেকে অন্য মাথায় ছুটে বেড়াতে হচ্ছে। উপত্যকার বেশির ভাগ বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। গাজায় ১ বছরেরও বেশি সময় ধরে গণহত্যা চালিয়ে যাওয়া ইসরাইল এবার লেবাননে বর্বর হামলা শুরু করেছে।