শ্রীনগর, ৮ অক্টোবরঃ জম্মু-কাশ্মীর নির্বাচনে ৯০টির মধ্যে অন্ততপক্ষে ৫০টি আসন পেয়ে জিতেছে ফারুক আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। রাত আটটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ন্যাশনাল কনফারেন্স ৪২টি সিটে জয়লাভ করেছে। তারা ৫৬টি আসনে প্রার্থী দিয়েছিল। এক্সিট পোলে কাশ্মীরে ত্রিশঙ্কু ফলাফলের পূর্বাভাস দিলেও কাশ্মীরি জনতা তা ভুল প্রমাণ করেছে।
ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহদের দলের উপর আস্থা রেখেছে উপত্যকা। ২০১৯ সালে ৩৭০ ধারা রদের পর নানা সমস্যায় জর্জরিত কাশ্মীর। রাজ্যের তকমাও হারিয়েছে। এই পরিস্থিতিতে এই নির্বাচন তাদের কাছে আশার আলো। এই নির্বাচনে যে দল সরকার গড়বে, তারা কাশ্মীরকে কিছুটা হলেও ভরসা জোগাতে পারবে। তবে কেন্দ্রের মোদি-শাহ সরকার তাদেরকে কতটা নিয়ন্ত্রণ দেবে তা প্রশ্নসাপেক্ষ।
এক দশক পর এমন চমকপ্রদ ফলে উচ্ছ্বসিত আবদুল্লাহ পরিবার। বাড়িতে বসে ল্যাপটপে ভোটের ফলাফল ঘোষণার উপর সার্বক্ষণিক নজর রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর। ওমর গান্দরবল ও বুদগাম দুই আসন থেকেই জিতেছেন। ফের তিনি মুখ্যমন্ত্রীর কুরসিতে বসবেন বলে শোনা যাচ্ছে।
ফল প্রকাশের পর পরেই উপত্যকার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ওমর আবদুল্লাহর নাম ঘোষণা করেছেন পিতা ফারুক আবদুল্লাহ। ভোটের ময়দানে দলকে জেতানোর জন্য জম্মু-কাশ্মীরের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন ফারুক। সাংবাদিকদের তিনি বলেছেন, দশ বছর পরে মানুষ তাদের রায় দিয়েছে।
তাদের সমস্ত আশা পূরণের চেষ্টা করব। পুলিশ-রাজ বন্ধ হবে। নিরাপরাধদের জেল থেকে মুক্ত করা হবে। সংবাদমাধ্যম স্বাধীনতা ফিরে পাবে। হিন্দু-মুসলিমদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ফিরিয়ে আনব।