কলকাতাTuesday, 8 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে ওষুধ পাঠাচ্ছে চিন

Puber Kalom
October 8, 2024 1:11 pm
Link Copied!

বেজিং, ৮ অক্টোবর: যুদ্ধপীড়িত লেবাননে জরুরিভাবে ওষুধ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চিন। লেবাননের অনুরোধে সাড়া দিয়ে চিন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার চিনের বৈদেশিক ত্রাণ সহায়তা সংস্থার এ তথ্য জানায়।

 

বর্তমানে লেবাননে ইসরাইলের হামলার ফলে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বহু মানুষ ওষুধ ও খাদ্যের অভাবে রয়েছেন। এসময় মানবিক দিক বিবেচনায় নিয়ে চিন লেবাননে জরুরি ওষুধ সামগ্রী পাঠানোর ঘোষণা করল।

 

চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি’র মুখপাত্র লিং মিং এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ব্যাপকভাবে যুদ্ধ শুরু হওয়ার পর লেবাননে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। লেবানন সরকারের অনুরোধের প্রতি সাড়া দিয়ে জরুরি ওষুধ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।