পুবের কলম, ওয়েবডেস্ক: রাজনীতির ময়দানে পা রেখে সকলকে চমকে দিলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট। জুলানা আসন থেকে ৬৫০৮০ ভোটে জয়ী হলেন তিনি। প্রতিদ্বন্দ্বী বিজেপির যোগেশ কুমারকে ৬০১৫ ভোটে পরাজিত করেন। জয়ের পরে প্রতিক্রিয়ায় ভিনেশ ফোগাট জানিয়েছেন, ‘আমি জুলানা আসন থেকে রাজনীতিতে প্রবেশ করেছি। মানুষের ভালোবাসা পেয়েছি। তাই এখানেই থাকব। রাজনীতি আর কুস্তি একসঙ্গে চালানো সম্ভব নয়’।
হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়েন ভিনেশ। অবশেষে এল তাঁর কাঙ্খিত জয়। ৬ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। সকালে গণনা শুরু হওয়ার পর কিছুক্ষণের জন্য পিছিয়ে পড়লেও আবার ভোট বাড়তে থাকে ফোগাটের। ২০০৫ সালে শেষবার এই কেন্দ্র থেকে জয়ী ছিলেন ভিনেশ।
ব্যর্থ বুথ সমীক্ষা, হরিয়ানায় কংগ্রেসকে জোর টক্কর বিজেপির, কাশ্মীরে সরকার গড়ার পথে ইন্ডিয়া জোট
কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ভিনেশ ফাইনালে নামতে পারেননি। হাতছাড়া হয়ে যায় পদক। গত ৬ সেপ্টেম্বর কুস্তিগীর বজরং পুনিয়ার সঙ্গে কংগ্রেস পার্টিতে যোগ দেন ফোগাট। জুলানা কেন্দ্র থেকে তাকে টিকিট দেয় কংগ্রেস।
1 Comment
Pingback: ধর্মতলায় জুনিয়রদের আমরণ অনশন, আরজি করে গণ-ইস্তফা ৫০ জন সিনিয়র চিকিৎসকের – PuberKalom.com