পুবের কলম প্রতিবেদকঃ আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবি আদায়ের জন্য ধর্মতলা চত্বরে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা। এবার আন্দোলনের ঝাঁঝ বাড়াতে আরজি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক একসঙ্গে গণ ইস্তফা দিলেন। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে ইস্তফা দিলেন সিনিয়ররা। সিনিয়র ডাক্তাররা যখন গণইস্তফা দিয়ে বেরলেন সেই সময় করতালি দিয়ে তাঁদের অভিবাদন জানালেন জুনিয়ররা।
কংগ্রেসে যোগ দিয়েই চমক, হরিয়ানা থেকে জয়ী কুস্তিগীর ভিনেশ ফোগাট
এদিকে দশ দফা দাবি নিয়ে ধর্মতলায় চলছে বিক্ষোভ। শনিবার রাত থেকে চলছে আমরণ অনশন। ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করে অনশনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। অন্যদিকে, আন্দোলনের সমর্থনে জুনিয়র ডাক্তাদের সঙ্গে যোগ দিয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স।