কলকাতাSunday, 16 June 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সলমন খানের বাড়ির সামনে গুলি চালনার ঘটনায় নতুন মামলা দায়ের মুম্বাই পুলিশের

Abul Khayer
June 16, 2024 5:44 pm
Link Copied!

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বলিউড সুপারস্টার সলমন খানের বাইরে গুলি চালনার ঘটনায় একটি নতুন মামলা দায়ের মুম্বাই পুলিশ। এই ঘটনায় রাজস্থান থেকে ২৫ বছর বয়সী এক যুবক গ্রেফতার করে অপরাধ দমন শাখার পুলিশ। জানা গেছে ধৃত যুবকের নাম বানোয়ারিলাল লাতুরলাল গুর্জ্জর। ধৃত যুবক রাজস্থানের বুন্দির বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ধৃত গুর্জ্জর ইউটিউবে একটি ভিডিও আপলোড করে। সেই ভিডিওতে সে লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং অনান্য গ্যাংস্টারদের সঙ্গে নিজের পরিচয়ের কথা ঘোষণা করে সলমন খানকে হত্যা করতে যাচ্ছে বলে ঘোষণা করে। আপলোড করা এই ভিডিওটি রাজস্তানের একটি হাইওয়েতে শুট করা হয়েছিল।

মুম্বাই সাইবার পুলিশ স্টেশন একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনার গুরুত্ব বিচার করে রাজস্থানে একটি তদন্তকারী দল পাঠানো হয়। সেই  দল গ্রেফতার করে গুর্জ্জরকে। তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে পূর্ব কোনও অপরাধমূলক কেস আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ১২ জুন এই গুলি চালনার ঘটনার তদন্তে সলমন এবং তাঁর ভাই আরবাজের বিবৃতি রেকর্ড করে পুলিশ। উল্লেখ্য, চলতি বছরের ১৪ এপ্রিল ভোরে, একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সলমান খানের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালায়। এই গুলি চালানোর ঘটনায়, পুলিশ অভিযুক্ত শুটার ভিকি গুপ্তা এবং সাগর পালকে গুজরাত থেকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, এই ঘটনার পিছনে রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন অভিযুক্ত অনুজ থাপান, ১ মে পুলিশ হেফাজতেই আত্মহত্যা করে বলে অভিযোগ।