পুবের কলম, ওয়েবডেস্কঃ তৃণমূলে ঘর ওয়াপসি সব্যসাচী দত্তের। মমতার শপথের দিনে তৃণমূলে ফিরলেন তিনি। ফের পদ্ম শিবিরে ভাঙন।
বৃহস্পতিবার বিধানসভায় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন সব্যসাচী। তাঁর হাতে এদিন দলীয় পতাকা তুলে দেওয়া হয়।
২০১৯ সালে পুজোর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী। ফের ২০২১ সালে পুজোর আগে নিজের পুরনো ঘরে ফিরে এলেন সব্যসাচী দত্ত।
দলত্যাগ প্রসঙ্গে সব্যসাচীর বক্তব্য, দলের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে বিজেপি ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি। আজ মমতাদি আবার গ্রহণ করলেন। ফের নতুনভাবে পথচলা শুরু করলাম। দল যেভাবে বলবে, সেই ভাবে কাজ করব।
বেশ কয়েকদিন ধরেই বেসুরো সুর বাজছিল সব্যসাচীর গলায়। সম্প্রতি লখিমপুর খেরি কাণ্ড নিয়ে বিজেপির নিন্দায় সরব হন সব্যসাচী দত্ত। দিলীপ ঘোষের বিরুদ্ধে কটাক্ষ করেন সব্যসাচী।
লখিমপুর খেরির ঘটনায় সেখানে তৃণমূল-সহ বিরোধীদের যেতে না দেওয়ার বিরুদ্ধেও সরব হন সব্যসাচী। দিলীপ ঘোষ যোগী আদিত্যনাথের সরকারের পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেছিলেন, ‘১৪৪ ধারা জারি করে প্রশাসন সঠিক পদক্ষেপই করেছে।’ তারপরেই সব্যসাচী দত্ত বলেন, ‘কোনও আন্দোলনকে দমিয়ে দেওয়া পদ্ধতি হতে পারে না। এটা গণতান্ত্রিক দেশ, এত তালিবান শাসন নয়।’’
এর আগে দুর্গাপুজো নিয়ে মন্তব্য করতে শোনা যায় তার গলায়। সব্যসাচী বলেছিলেন, গত বছর ভোট ছিল। তাই পুজো হয়েছে। এবারে ভোটও নেই। আর পুজোও নেই। কিছুদিন আগে রাজ্য বিজেপির তরফে স্থির হয়েছিল, এবারে সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপুজো ছোট করে হবে। এরপরই আচমকাই সব্যসাচীবাবুর এই মন্তব্যে অস্বস্তি তৈরি হয় বিজেপির অন্দরে।