পুবের কলম ওয়েবডেস্ক মাদ্রাসার কিছু শিক্ষকের বদলি হয়েছে। কিছু শিক্ষক আবেদন করেও বদলির কাউন্সেলিং শুরু না হওয়ায় মাদ্রাসা সার্ভিস কমিশন সংখ্যালঘু দফতরকে চিঠি দিয়েছেন আবেদনকারীদের একাংশ। শিক্ষকদের বক্তব্য– বদলির জন্য আবেদন নেওয়া হচ্ছে। আবেদনের তারিূ বাড়ানো হয়েছে। কিন্তু শিক্ষক বদলির প্রক্রিয়া চালু করা হচ্ছে না। এই প্রক্রিয়া যাতে দ্রুত চালু করা যায়– সেই দাবি জানিয়ে একাধিক দফতরে চিঠি দিয়ে জানিয়েছেন আবেদন প্রার্থীরা।
শিক্ষকদের আরও বক্তব্য– পাঁচ মাস আগে আবেদন করা হলেও বদলি হয়নি। বহু শিক্ষক রয়েছেন আটশো থেকে ন’শো কিলোমিটার পর্যন্ত করোনা কালে যাতায়াত করতে হচ্ছে।
মাদ্রাসা সার্ভিস কমিশনের ভুলের জন্য শিক্ষক প্রক্রিয়া কাউন্সিল প্রক্রিয়ায় তাঁরা অংশ গ্রহণ করতে পারেনি। মাদ্রাসা সার্ভিস কমিশনকে একাধিক বার জানানো হলেও কোনও সুরাহা হচ্ছে না। তবে দফতর থেকে আশ্বাস মিলেছে– পুনরায় বদলির প্রক্রিয়া শুরু করার উদোগ নেওয়া হচ্ছে।
এদিকে অনলাইনে ফর্ম পূরণ শেষ হয়েছে। জুলাই মাস থেকে আরও ফর্ম পোর্টালে জমা পড়েছে– তাদের দ্রুত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।
মাদ্রাসা শিক্ষক ট্রান্সফার ঐক্য মঞ্চের সভাপতি শেূ রফি মুহাম্মদ বলেন– মাদ্রাসা ট্রান্সফারের কাউন্সেলিংয়ের দাবি জানানো হয়েছে। জেনারেল ট্রান্সফার চালু হলেও তা স্থগিত রয়েছে। মঞ্চের দাবি– দ্রুত ট্রান্সফারের কাজ শুরু করা হোক।