পুবের কলম, ওয়েবডেস্ক বুধবারই প্রয়াত হয়েছেন বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমার। সেই মৃত্যুতে শোকবার্তা দিয়ে ট্যুইট করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা অরুণ যাদব। ওই ট্যুইটারে মোক্ষম জবাব দিয়েছেন শিবসেনা নেত্রী তথা অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর।
হরিয়ানার বিজেপি সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের তরফে কী ট্যুইট করা হয়েছিল, অরুণ যাদব ট্যুইটারে লেখেন– ‘মুহাম্মদ ইউসুফ খান ( দিলীপ কুমার )– যিনি হিন্দু নাম ধার করে ফিল্ম জগতে টাকা রোজগার করেছেন– তাঁর মৃত্যু ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অপূরণীয় ক্ষতি। পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মাকে ঈশ্বর শান্তি দিক’।
এই ট্যুইটের পরই শুরু জোর বিতর্ক। বিজেপির ওই ট্যুইটের তীব্র সমালোচনা করে উর্মিলার পাল্টা ট্যুইট, ‘লজ্জা হওয়া উচিৎ।’ পাশাপাশি ডাউন থাম্বস ইমোজিও শেয়ার করেছেন অভিনেত্রী। শিবসেনা নেত্রী আরও লেখেন– ‘যিনি দেশের একজন লেজেন্ড তাঁর মৃত্যুকে এভাবে তুচ্ছ করে দেখানো হচ্ছে যে– একটা হিন্দু নাম ব্যবহার করে অর্থ উপার্জন করেছেন। এটা খুব দুঃখজনক ঘটনা। অভিনেতার প্রতি মর্যাদা দেখানো উচিৎ। তিনি অনেক সামাজিকভাবে প্রাসঙ্গিক মুভিও করেছিলেন। তিনি একজন সামাজিক দায়বদ্ধ ব্যক্তি ছিলেন। কার্গিল যুদ্ধে শহিদদের স্ত্রীদের সাহায্য করেছিলেন। অগণিত সামাজিক কাজও করেছিলেন তিনি।উর্মিলা লেখেন– ‘এই ধরণের চিন্তাভাবনা সত্যিই লজ্জাজনক। তাঁর (যাদব) বড় হওয়া দরকার। সঠিক তথ্য তাঁর পাওয়া দরকার। দিলীপ কুমারকে ধর্মের গন্ডিতে বেঁধে রাখা ঠিক নয়।’