পুবের কলম, ওয়েবডেস্কঃ ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিত্র ইনস্টিটিউটে ভোট দিলেন তিনি। বিকেল ৩.১৫ নাগাদ তিনি রওনা দেন ভোট কেন্দ্রের দিকে। ভোট দিয়ে মিনিট তিনেকের মধ্যেই বেরিয়ে যান তিনি।
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। কংগ্রেস প্রার্থী না দিলেও সিপিএম এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। বামেদের প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাস। কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। গত নির্বাচনে তার মধ্যে ৬টিতেই এগিয়েছিল তৃণমূল। বাকি দুটিতে লিড পায় বিজেপি। এদিন ভোট হচ্ছে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের। তবে ভবানীপুরে প্রার্থী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভবানীপুরের দিকেই সকলের লক্ষ্য।
সকাল থেকেই দীর্ঘ চাপান-উতোরের মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ।
দুপুর তিনটে পর্যন্ত ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে ৪৮ শতাংশ, জঙ্গিপুরে-৬৮ শতাংশ, সামশেরগঞ্জে-৭২ শতাংশ।