পুবের কলম,ওয়েবডেস্ক: প্রস্রাব চেটে পরিস্কার কর! প্রতিবেশীর হিংসার স্বীকার বিনোদন জগতের পরিচিত মুখ বিশ্বনাথ বসুর শিশুপুত্র। জানা গেছে, বাড়ির সামনে একটা মাঠে খেলতে গিয়েছিল বছর ৮-এর হিমায়ন বসু। খেলতে খেলতে হঠাৎই শৌচাগারে যাওয়ার প্রয়োজন পরে ছোট্ট হিমায়নের। সাত-পাঁচ না ভেবে প্রতিবেশীর নালার সামনে প্রস্রাব করে সে। ঘটনাটি ঠাহর করতে পেরে বেজায় চটে যায় প্রতিবেশী। চিৎকার করে ওঠে ছোট্ট হিমায়নের ওপর। হঠাৎ আওয়াজ শুনে চমকে যায় সে। বলা বাহুল্য, অভিনেতা বিশ্বনাথ বসুর দুই ছেলে । বড় ছেলের নাম বিশ্বায়ন (১৩), ছোট হিমায়ন (৮)। অভিযোগ, বলা নেই, কওয়া নেই সোজা হিমায়নের হাত মুচড়ে দেন তিনি। প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠ সে। আওয়াজ শুনে ছুটে আসে দাদা। বলে, সে জল দিয়ে প্রস্রাব পরিষ্কার করে দিচ্ছে। ওই বালকের দাদা তাঁকে ‘কাকু’ বলে ডেকে ভাইকে ছেড়ে দিতে বলে। তখন ওই ব্যক্তি বড় ছেলের ওপর চড়াও হন। বলেন, ‘তা হলে তুই চেটে পরিষ্কার করে দিয়ে যা’। ঘটনায় তাজ্জব বনে যায় অনেকেই। অভিনেতার ছেলেদের বিপদে দেখে এগিয়ে আসেন অন্য প্রতিবেশীরা। খবর দেয় অভিনেতাকে। তখন তিনি, নিজের শো-এর কাজে ব্যস্ত ছিলেন। অভিনেতার স্ত্রী ব্যক্তিগত কিছু কাজে বাইরে ছিলেন।
ঘটনাপ্রসঙ্গে বিশ্বনাস বসু সংবাদমাধ্যমে জানান, ‘আমি ওই ব্যক্তিকে চিনি না। শুনলাম পাড়ায় নতুন এসেছেন। আমার ছেলেরা নিজের কৃতকর্মের জন্য ক্ষমা পর্যন্ত চেয়েছিল। এমনকী জল দিয়ে পরিষ্কার করে দেবে বলেছিল। তবে ওই ব্যক্তি নাছোড়বান্দা ছিল। উনি আমার ছেলের হাতটা মুচকে দেয়। ঘটনায় আমার ছেলে ঘাবড়ে যায়। ওকে নিয়ে হাসপাতালে পর্যন্ত ছুটতে হয়েছিল। হাতটা ডিসলোকেট না হলেও ডিসঅর্ডার হয়ে গেছে। ছোট তো, মানসিকভাবে খুব আঘাত পেয়েছে। ট্রমাটাইজড। ভুলতে সময় লাগবে’।