পুবের কলম, ওয়েবডেস্কঃ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গুলাব। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে সেটি। এর ফলে বাংলায় তৈরি হয়েছে নিম্নচাপ।ফলে রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে। এই দুর্যোগের জেরে বিপর্যস্ত কলকাতা মহানগরী।
বঙ্গে বৃষ্টি এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে কলকাতার বহু রাস্তা এখনও জলমগ্ন। তার ওপর আবার বৃষ্টি, ফলে জলে ভাসছে শহরতলী। রাস্তায় যানবাহনে সংখ্যা কম।
দুর্যোগের আশঙ্কায় আগেভাগেই কোমর বেধে তৈরি রাজ্য প্রশাসন। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। রাতভর ধরে চলছে নজরদারি। বিপর্যয় মোকাবিলা দফতরের ২২ টিম প্রস্তুত রাখা হয়েছে । ওয়াটগঞ্জ থানায় ১ টিম, পার্কস্ট্রিট থানায় ১ টিম, বডিগার্ড লাইনে ১ টি, একবালপুর থানায় ১ টিম, নিউমার্কেট থানায় ১ টিম, ভবানীপুর থানায় ২ টিম, কালীঘাট থানায় ২ টিম, আলিপুর থানায় ১ টিম। পাশাপাশি কলকাতার ৯ ডিভিশনে ডিএমজি টিম মজুত রাখা হচ্ছে। সাউথ ডিভিশনের টিম থাকবে পিটিএস- এ । এছাড়াও পিটিএস-এ আরও তিনটি ডিএমজি টিম বাড়তি হিসাবে রাখা হচ্ছে। বিদ্যুৎ ভবনেও কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিদ্যুতমন্ত্রী অরূপ বিশ্বাস।
কোনও সমস্যা হলে টোল ফ্রি নম্বরে জানানো যাবে-১৯১২১ (টোল ফ্রি নম্বর)। হোয়াটস আপ নম্বরে যোগাযোগ করা যাবে- ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪ এই নম্বরে।
আরও ৩ থেকে ৪ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস জারি আছে কলকাতায়। তবে জেলাগুলিতে বৃষ্টি চলবে। পশ্চিমের চার জেলায় লাল সতর্কতা জারি। দুর্যোগ মোকাবিলায় সব রকম প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। বুধবার লাল সতর্কতা জারি আছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। কমলা সতর্কতা জারি বাঁকুড়া ও পুরুলিয়ায়। ভারী বৃষ্টি চলবে দুই ২৪ পরগনাতেও। হাওড়া, হুগলিতে আজ দিনভর বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।