৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একসঙ্গে ২০ টি ফোন ব্যবহার করেন গুগলের সিইও সুন্দর পিচাই

সামিমা এহসানা
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 28

পুবের কলম ওয়েব ডেস্ক: একবার একটি সাক্ষাতকারে গুগলের সিইও সুন্দর পিচাই বলেছিলেন, তিনি একসঙ্গে ২০ টি ফোন ব্যবহার করেন। কিন্তু এত ফোনে কাজ কি? এর জবাবে সুন্দর পিচাই জানান, শখে নয়, কাজের জন্যেই একসঙ্গে ২০ টি ফোন ব্যবহার করতে হয় তাঁকে। কারণ বাজারে যখন নতুন কোনও কোম্পানি তাদের ফোন বা অন্যান্য ডিভাইস লঞ্চ করে, তখন সুন্দর পিচাই দেখে নেন, সেইসব ডিভাইসে বা ফোনে গুগল কাজ করছে কিনা। গুগলের বিভিন্ন সুবিধা সেখানে পাওয়া যাচ্ছে কিনা। আর সেই কারণেই সুন্দরকে একসঙ্গে এতগুলি ফোন নিয়ে ঘুরতে হয়।

ওই সাক্ষাতকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, নিজের ছেলেমেয়েদের ফোন বা ইউটিউব ব্যবহার করতে দেন কিনা তিনি। উত্তরে পিচাই জানান, প্রযুক্তির ব্যবহার কচি–কাঁচাদের শিখতে হবে। ইতিবাচকভাবে তা কাজে লাগাতেও হবে। কিন্তু সেখানে ডিসিপ্লিন থাকবে। প্রযুক্তির ব্যবহারের সময় আত্মনিয়ন্ত্রণের কথা মাথায় রাখতে হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একসঙ্গে ২০ টি ফোন ব্যবহার করেন গুগলের সিইও সুন্দর পিচাই

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: একবার একটি সাক্ষাতকারে গুগলের সিইও সুন্দর পিচাই বলেছিলেন, তিনি একসঙ্গে ২০ টি ফোন ব্যবহার করেন। কিন্তু এত ফোনে কাজ কি? এর জবাবে সুন্দর পিচাই জানান, শখে নয়, কাজের জন্যেই একসঙ্গে ২০ টি ফোন ব্যবহার করতে হয় তাঁকে। কারণ বাজারে যখন নতুন কোনও কোম্পানি তাদের ফোন বা অন্যান্য ডিভাইস লঞ্চ করে, তখন সুন্দর পিচাই দেখে নেন, সেইসব ডিভাইসে বা ফোনে গুগল কাজ করছে কিনা। গুগলের বিভিন্ন সুবিধা সেখানে পাওয়া যাচ্ছে কিনা। আর সেই কারণেই সুন্দরকে একসঙ্গে এতগুলি ফোন নিয়ে ঘুরতে হয়।

ওই সাক্ষাতকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, নিজের ছেলেমেয়েদের ফোন বা ইউটিউব ব্যবহার করতে দেন কিনা তিনি। উত্তরে পিচাই জানান, প্রযুক্তির ব্যবহার কচি–কাঁচাদের শিখতে হবে। ইতিবাচকভাবে তা কাজে লাগাতেও হবে। কিন্তু সেখানে ডিসিপ্লিন থাকবে। প্রযুক্তির ব্যবহারের সময় আত্মনিয়ন্ত্রণের কথা মাথায় রাখতে হবে।