৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একধাক্কায় ৭৮৪ ওষুধের দাম বৃদ্ধি

সুস্মিতা
  • আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার
  • / 113

প্রেসার-সুগার থেকে হার্ট-কিডনি

পুবের কলম ওয়েবডেস্ক: একধাক্কায় ওষুধের দাম বাড়ছে ১.৭৪ শতাংশ। ১ এপ্রিল থেকেই বর্ধিত দাম দেশজুড়ে কার্যকর হতে চলেছে । ফলে ওষুধের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। একধাক্কায় ৭৮৪টি ওষুধের পাইকারি বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে। দাম বাড়ছে জ্বর থেকে রক্তরোগ, হৃদরোগ থেকে কিডনি সংক্রান্ত অসুখের ওষুধের। বাদ পড়ছে না স্টেন্টও।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে গৃহবন্দি মিরওয়াজ ওমর ফারুক, পড়তে দেওয়া হয়নি নামাজ

যেসব ওষুধের দাম বাড়তে চলেছে তার মধ্যে প্রায় সব ধরনের রক্তচাপ, কিডনি, রক্তের বিভিন্ন রোগ যেমন- হিমোফিলিয়া, সিকেল সেল, রক্ত পাতলা করা, রক্ত জমাট বাঁধার ওষুধ রয়েছে। পাশাপাশি কোলেস্টেরল, ইনসুলিন, ডায়েরিয়া, গ্যাস্ট্রো, স্ট্রোক, পক্ষাঘাত ব্যথানাশকের পাশাপাশি জ্বরের ওষুধও রয়েছে দাম বৃদ্ধির তালিকায়। দাম শুধু ওষুধের স্ট্রিপ বা পাতা নয়। প্রতিটি ট্যাবলেট অথবা ক্যাপসুলের বৃদ্ধি হবে। দাম বেড়েছে করোনারি স্টেন্টের।

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ মাওবাদী কমান্ডার রেণুকা

ওষুধের দাম বৃদ্ধির বিরোধিতা করেছে ওয়েস্ট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। সংগঠনের তরফে জানানো হয়েছে, মধ্যবিত্তের স্বার্থে এনপিপিএ-কে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। শুধু ওষুধ বিক্রেতা নয়, যারা নিয়মিত ওষুধ খেয়ে বেঁচে আছেন তাঁদেরও বিরোধিতা করতে হবে। এক বিজ্ঞপ্তিতে এনপিপিএ জানিয়ে দিয়েছে, ১.৭৪ শতাংশ দাম বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রের থেকে আলাদা করে অনুমতি নিতে হবে না। তাদের দাবি, ওষুধ উৎপাদনের কাঁচামালের দাম এবং জিএসটি যেভাবে বেড়েছে তাতে ওষুধের মূল্যবৃদ্ধি ছাড়া আর কোনও পথ ছিল না। আগামী দু’মাসের মধ্যে পুরোনো স্টক শেষ হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একধাক্কায় ৭৮৪ ওষুধের দাম বৃদ্ধি

আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার

প্রেসার-সুগার থেকে হার্ট-কিডনি

পুবের কলম ওয়েবডেস্ক: একধাক্কায় ওষুধের দাম বাড়ছে ১.৭৪ শতাংশ। ১ এপ্রিল থেকেই বর্ধিত দাম দেশজুড়ে কার্যকর হতে চলেছে । ফলে ওষুধের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। একধাক্কায় ৭৮৪টি ওষুধের পাইকারি বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে। দাম বাড়ছে জ্বর থেকে রক্তরোগ, হৃদরোগ থেকে কিডনি সংক্রান্ত অসুখের ওষুধের। বাদ পড়ছে না স্টেন্টও।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে গৃহবন্দি মিরওয়াজ ওমর ফারুক, পড়তে দেওয়া হয়নি নামাজ

যেসব ওষুধের দাম বাড়তে চলেছে তার মধ্যে প্রায় সব ধরনের রক্তচাপ, কিডনি, রক্তের বিভিন্ন রোগ যেমন- হিমোফিলিয়া, সিকেল সেল, রক্ত পাতলা করা, রক্ত জমাট বাঁধার ওষুধ রয়েছে। পাশাপাশি কোলেস্টেরল, ইনসুলিন, ডায়েরিয়া, গ্যাস্ট্রো, স্ট্রোক, পক্ষাঘাত ব্যথানাশকের পাশাপাশি জ্বরের ওষুধও রয়েছে দাম বৃদ্ধির তালিকায়। দাম শুধু ওষুধের স্ট্রিপ বা পাতা নয়। প্রতিটি ট্যাবলেট অথবা ক্যাপসুলের বৃদ্ধি হবে। দাম বেড়েছে করোনারি স্টেন্টের।

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ মাওবাদী কমান্ডার রেণুকা

ওষুধের দাম বৃদ্ধির বিরোধিতা করেছে ওয়েস্ট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। সংগঠনের তরফে জানানো হয়েছে, মধ্যবিত্তের স্বার্থে এনপিপিএ-কে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। শুধু ওষুধ বিক্রেতা নয়, যারা নিয়মিত ওষুধ খেয়ে বেঁচে আছেন তাঁদেরও বিরোধিতা করতে হবে। এক বিজ্ঞপ্তিতে এনপিপিএ জানিয়ে দিয়েছে, ১.৭৪ শতাংশ দাম বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রের থেকে আলাদা করে অনুমতি নিতে হবে না। তাদের দাবি, ওষুধ উৎপাদনের কাঁচামালের দাম এবং জিএসটি যেভাবে বেড়েছে তাতে ওষুধের মূল্যবৃদ্ধি ছাড়া আর কোনও পথ ছিল না। আগামী দু’মাসের মধ্যে পুরোনো স্টক শেষ হবে।