অসমে ৬০ কেজি নকল সোনা সহ গ্রেফতার ১

- আপডেট : ১৩ এপ্রিল ২০২২, বুধবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: অসমে ৬০ কেজি নকল সোনা বাজেয়াপ্ত করল পুলিশ। অসমের বিশ্বনাথ থেকে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম হাসিবুর রহমান। হাসিবুর লখিমপুরের বিহপুরিয়া এলাকার বাসিন্দা।
বিশ্বনাথ জেলার পুলিশ সুপার নবীন সিং জানিয়েছেন, জাতীয় সড়ক-১৫-তে টহলদারি চালানোর সময় একটি চার চাকা গাড়িকে দেখে সন্দেহ হওয়ায় তাকে থামতে বলা হয়। কিন্তু গাড়িটি পুলিশকে দেখেই আরও গতি বাড়িয়ে দেয়। তার পরেই গাড়িটিকে আটক করা হয়।
তল্লাশি চালানোর সময় তখনই ৬০ কেজি নকল সোনা গাড়ি থেকে উদ্ধার হয়। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা এবং অসাধুভাবে সম্পত্তি পাচারের অধীনে বেহালি থানায় একটি মামলা দায়ের করেছে।