০৭ জানুয়ারী ২০২৬, বুধবার, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় ম্যানহোল পরিস্কার করতে নেমে মৃত্যু ৩ শ্রমিকের

প্রতীকী ছবি

পুবের কলম, ওয়েবডেস্ক:  সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল ! বানতলায় ম্যানহোল সাফ করতে নেমে প্রাণ গেল ৩ শ্রমিকের। দীর্ঘ চেষ্টার ডুবুরি নামিয়ে উদ্ধার দেহ। কলকাতা লেদার কমপ্লেক্স এলাকার ঘটনা। মৃতদের নাম হাসি শেখ, ফারজেম শেখ, সুমন সর্দার। তাঁদের মধ্যে ২ জনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়। আলিমুদ্দিন শেখ নামে মুর্শিদাবাদের এক ঠিকেদারকে এই ম্যানহোল পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কাজ চলার সময় দুর্ঘটনা ঘটে।

ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, এই ঘটনার জন্য যে বা যাঁরা দায়ী, তিনি শাস্তি পাবেন। কেএমডিএও এই ঘটনার তদন্ত করবেন বলে জানান তিনি। মৃত শ্রমিকদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন: এসআইআর শুনানির নোটিস, আতঙ্কে হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার

রবিবার বানতলার চর্মনগরীর ভিতরে চামড়ার বর্জ্য মিশ্রত নিকাশি ট্যাঙ্ক পরিষ্কারের সময় দুর্ঘটনাটি ঘটে । সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পরও এই ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

আরও পড়ুন: ছেলে-মেয়েকে হিয়ারিংয়ের নোটিশ, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধ বাবার

আরও পড়ুন: ‘প্রথমে আধার কার্ড দেখতে চায়, তারপর…’ ওড়িশায় খুন মুর্শিদাবাদের জুয়েল, সহকর্মীর ভয়াবহ বর্ণনা

হাইলাইটস

১) মৃতরা মুর্শিদাবাদের লালগোলা থানার বাসিন্দা

২) মৃতদের নাম হাসি শেখ, ফারজেম শেখ, সুমন সর্দার।

৩) সুমনের বাড়ি উত্তর ২৪ পরগনায় বলে জানা গিয়েছে ।

৪) চামড়া ধোওয়ার রাসায়নিক মিশ্রিত জল জমেছিল ওই ট্যাঙ্কে ।

৫) বর্জ্য মিশ্রিত তরলে পড়ে যান হাসি শেখ, ফারজেম শেখ ও সুমন সর্দার নামে তিনজন শ্রমিক ৷

৬)  কেএমডিএও এই ঘটনার তদন্ত করবেন বলে জানান ফিরহাদ হাকিম

৭) কলকাতা-সহ দেশের ৬ শহরে ম্যানহোলে শ্রমিক নামিয়ে কাজ করানো নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে ওই নিয়মকে অমান্য করেই কি এই শ্রমিকদের কাজ করানো হচ্ছিল? উঠছে প্রশ্ন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

জেএনইউ-তে মোদী-শাহ বিরোধী স্লোগান, বিক্ষোভকারীদের বিরুদ্ধে এফআইআর পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় ম্যানহোল পরিস্কার করতে নেমে মৃত্যু ৩ শ্রমিকের

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল ! বানতলায় ম্যানহোল সাফ করতে নেমে প্রাণ গেল ৩ শ্রমিকের। দীর্ঘ চেষ্টার ডুবুরি নামিয়ে উদ্ধার দেহ। কলকাতা লেদার কমপ্লেক্স এলাকার ঘটনা। মৃতদের নাম হাসি শেখ, ফারজেম শেখ, সুমন সর্দার। তাঁদের মধ্যে ২ জনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়। আলিমুদ্দিন শেখ নামে মুর্শিদাবাদের এক ঠিকেদারকে এই ম্যানহোল পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কাজ চলার সময় দুর্ঘটনা ঘটে।

ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, এই ঘটনার জন্য যে বা যাঁরা দায়ী, তিনি শাস্তি পাবেন। কেএমডিএও এই ঘটনার তদন্ত করবেন বলে জানান তিনি। মৃত শ্রমিকদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন: এসআইআর শুনানির নোটিস, আতঙ্কে হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার

রবিবার বানতলার চর্মনগরীর ভিতরে চামড়ার বর্জ্য মিশ্রত নিকাশি ট্যাঙ্ক পরিষ্কারের সময় দুর্ঘটনাটি ঘটে । সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পরও এই ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

আরও পড়ুন: ছেলে-মেয়েকে হিয়ারিংয়ের নোটিশ, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধ বাবার

আরও পড়ুন: ‘প্রথমে আধার কার্ড দেখতে চায়, তারপর…’ ওড়িশায় খুন মুর্শিদাবাদের জুয়েল, সহকর্মীর ভয়াবহ বর্ণনা

হাইলাইটস

১) মৃতরা মুর্শিদাবাদের লালগোলা থানার বাসিন্দা

২) মৃতদের নাম হাসি শেখ, ফারজেম শেখ, সুমন সর্দার।

৩) সুমনের বাড়ি উত্তর ২৪ পরগনায় বলে জানা গিয়েছে ।

৪) চামড়া ধোওয়ার রাসায়নিক মিশ্রিত জল জমেছিল ওই ট্যাঙ্কে ।

৫) বর্জ্য মিশ্রিত তরলে পড়ে যান হাসি শেখ, ফারজেম শেখ ও সুমন সর্দার নামে তিনজন শ্রমিক ৷

৬)  কেএমডিএও এই ঘটনার তদন্ত করবেন বলে জানান ফিরহাদ হাকিম

৭) কলকাতা-সহ দেশের ৬ শহরে ম্যানহোলে শ্রমিক নামিয়ে কাজ করানো নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে ওই নিয়মকে অমান্য করেই কি এই শ্রমিকদের কাজ করানো হচ্ছিল? উঠছে প্রশ্ন।