ইহুদি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

- আপডেট : ২২ মে ২০২৩, সোমবার
- / 12
পুবের কলম,ওয়েবডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে তিন ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। সোমবার ভোরে নাবলুসে বালাতা ফিলিস্তিনি শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, অভিযানে মুহাম্মদ আবু জায়তুন, ফাতি আবু রিজক ও আবদুল্লাহ আবু হামদান নামে তিন ফিলিস্তিনি যুবক নিহত হন। এছাড়া ছয়জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার মধ্যরাতে ইসরাইলি সেনাবাহিনী বুলডোজার দিয়ে ক্যাম্পের প্রবেশপথ অবরোধ করে। তখন তারা ক্যাম্পের ভেতরে অ্যাম্বুলেন্স এবং সাংবাদিকদের প্রবেশ করতে বাধা দেয়। এটি এ বছরের মধ্যে সবচেয়ে বড় ইসরাইলি অভিযান ছিল বলে জানান স্থানীয়রা। চলতি বছরের শুরু থেকেই অধিকৃত পশ্চিম তীরে একের পর এক হামলা চালিয়েছে যায়নবাদী সেনাবাহিনী এবং এই মাসের শুরুর দিকে বালাটায় অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা।