৩ মোসাদ এজেন্টের বিচার ইরানে

- আপডেট : ২২ জুন ২০২২, বুধবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্কঃ ইরানে গ্রেফতার হওয়া ইসরইলি গোয়েন্দা সংস্থা মোসাদের তিন এজেন্টের বিচারের ঘোষণা করেছে ইরানের বিচার বিভাগ। সোমবার ইরানি বিচার বিভাগের এক কর্মকর্তা জানান, মোসাদ এজেন্টদের বিচারকাজ শুরুর প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের জাতীয়তা উল্লেখ না করে জেলা অ্যাটর্নি মেহেদি শামসাবাদি বলেন, ‘গোয়েন্দা মূল্যায়ন অনুসারে তিনজন আমাদের পরমাণু বিজ্ঞানীদের হত্যার পরিকল্পনা করছিল।
তারা ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট।’ গত এপ্রিলে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসরাইলি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত ওই তিন গুপ্তচর ধরা পড়ে। তাদের গ্রেফতারের সময় ইরানি গোয়েrদারা বলেছিলেন, তারা গোপন তথ্য এবং নথি পাচারে জড়িত ছিল। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অ্যাটর্নি শামসাবাদি বলেন, ‘বন্দিদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। তারা স্বীকার করেছে মোসাদ অফিসারদের সাথে তারা যোগাযোগ করেছিল।’