শিলিগুড়িতে বালি চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের, অবৈধ খননের অভিযোগ
ইমামা খাতুন
- আপডেট :
৬ মার্চ ২০২৩, সোমবার
- / 9

প্রতীকী ছবি
পুবের কলম ওয়েবডেস্ক: বালাসন নদীতে বালি চাপা পড়ে মৃত্যু তিন শ্রমিকের। এর মধ্যে দু’জন নাবালক রয়েছে বলে জানা গিয়েছে। মৃত তিনজনের নাম রোহিত সাহানি (১৫), শ্যামল সাহানি(১৫), মনু কুমার(২০)। তাঁদের মধ্যে রোহিত বিহারের সীতামঢ়ির বাসিন্দা। শিলিগুড়িতে দাদুর বাড়িতে ঘুরতে এসেছিল সে। ভোরে অন্যদের সঙ্গে বালি তুলতে গিয়ে প্রাণ হারায় সে। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের মাটিগাড়ায়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সূত্রের খবর, অবৈধভাবে বালি তুলতে গিয়ে ওই তিন শ্রমিক দুর্ঘটনার সম্মুখীন হয়। নদীর চড়ে বালি তুলতে গিয়ে গর্তে তলিয়ে যায় তিন জন। ঘটনায় শোরগোল এলাকায়। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
নিহতের পরিবার সূত্রে খবর, “নদীঘাট এখন বন্ধ রয়েছে। তা সত্ত্বেও গোপনে বালি-পাথর তোলার কাজ হচ্ছে। বেআইনিভাবে কাজ চলছে। আমার ভাই যেতে চায়নি। সকাল ৬ টা নাগাদ জোর করে নিয়ে গিয়েছে। তারপরই এই ঘটনা।”’
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং পুলিশ-প্রশাসনের কর্তারা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নদী থেকে অবৈধ ভাবে বালি তোলার অভিযোগ করেছেন রাজেন্দ্র চহ্বাণ নামে আর এক স্থানীয় বাসিন্দাও। তাঁর কথায়, ‘‘এই সময় নদী থেকে বালি তোলা বন্ধ৷ তবে এখানে অবৈধ ভাবে বালি তোলা হচ্ছিল।’’