৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ছত্তীশগড়ে আরও ২২ মাওবাদী গ্রেফতার, উদ্ধার বিস্ফোরক দ্রব্য

চামেলি দাস
  • আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
  • / 45

পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তীশগড়ের বিজাপুরে ফের মাওবাদী গ্রেফতার। বিজারপুর জেলার তিনটি জায়গা থেকে মোট ২২জন মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরক দ্রব্যও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উসুর থানা এলাকার টেকমেটলা গ্রামের কাছে একটি জঙ্গলে অভিযান চালানো হয়। স্থানীয় পুলিশ ও কোবরা বাহিনী মিলে যৌথ অভিযান চালায়।

আরও পড়ুন: ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল ও অমুসলিমদের সদস্য নিয়োগ নয়, বলল সুপ্রিম কোর্ট

এক অফিসার জানিয়েছেন, মঙ্গলবার জাংলা থানা এলাকার বেলচর গ্রামের দুর্গ থেকে ছয়জন মাওবাদীকে গ্রেফতার করা হয়। নেলাসনার থানার কান্দাকারকা গ্রামের জঙ্গল থেকে আরও নয়জন ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। টিফিন বোমা, জেলটিন স্টিক, ডেটোনেটর, বৈদ্যুতিক তার, ব্যাটারি, মাওবাদী লিফলেট এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মাওবাদী ক্যাডারদের বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে পুলিশ সূত্রে খবর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছত্তীশগড়ে আরও ২২ মাওবাদী গ্রেফতার, উদ্ধার বিস্ফোরক দ্রব্য

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তীশগড়ের বিজাপুরে ফের মাওবাদী গ্রেফতার। বিজারপুর জেলার তিনটি জায়গা থেকে মোট ২২জন মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরক দ্রব্যও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উসুর থানা এলাকার টেকমেটলা গ্রামের কাছে একটি জঙ্গলে অভিযান চালানো হয়। স্থানীয় পুলিশ ও কোবরা বাহিনী মিলে যৌথ অভিযান চালায়।

আরও পড়ুন: ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল ও অমুসলিমদের সদস্য নিয়োগ নয়, বলল সুপ্রিম কোর্ট

এক অফিসার জানিয়েছেন, মঙ্গলবার জাংলা থানা এলাকার বেলচর গ্রামের দুর্গ থেকে ছয়জন মাওবাদীকে গ্রেফতার করা হয়। নেলাসনার থানার কান্দাকারকা গ্রামের জঙ্গল থেকে আরও নয়জন ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। টিফিন বোমা, জেলটিন স্টিক, ডেটোনেটর, বৈদ্যুতিক তার, ব্যাটারি, মাওবাদী লিফলেট এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মাওবাদী ক্যাডারদের বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে পুলিশ সূত্রে খবর।