কলকাতাTuesday, 15 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

লেবাননের উত্তরাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় নিহত ২১, আহত ৮

asim kumar
October 15, 2024 8:49 am
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: লেবাননের উত্তরাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় ২১ জন নিহত হয়েছে। আহত আরও ৮ জন। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এই খবর জানা গেছে। সোমবার আইতু নামের খ্রিস্টান প্রধান গ্রামে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরাইল।

 

গ্রামবাসীরা জানান,  কিছুদিন আগে দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত কয়েকটি পরিবার আইতুতে এসে আশ্রয় নিয়েছিল, হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িটি দুই সপ্তাহ আগে নতুন ভাড়াটেদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থল  থেকে উদ্ধার হওয়া দেহের অঙ্গ-প্রত্যঙ্গের পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

 

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, তিনি লেবাননে হিজবুল্লাহর ওপর নির্দয়ভাবে হামলা চালিয়ে যাবেন, যার মধ্যে বৈরুতও অন্তর্ভুক্ত থাকবে। ইসরাইল সোমবার লেবাননে হিজবুল্লাহর সঙ্গে জোরদার করেছে। শহরের মেয়র জোসেফ ট্র্যাড রয়টার্সকে বলেছেন, খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ উত্তরাঞ্চলীয় শহর আইতুতে ইসরাইলি হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

ইসরাইল দক্ষিণ লেবাননের ২৫টি গ্রামের বাসিন্দাদের আওয়ালি নদীর উত্তরের এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ নদী ইসরাইলি সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৫ মাইল) উত্তরে প্রবাহিত হয়। এদিকে গত রবিবার ইসরাইলি একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলায় চার সেনা নিহত এবং ৬০ জনের বেশি আহন হয়।

 

এ ঘটনার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই ঘাঁটি পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ইসরায়েল লেবাননের সর্বত্র হামলা চালিয়ে যাবে, ক্ষমা করা হবে না।’

হিজবুল্লাহ বলেছে, ইসরাইলের এই ভয়াবহ হামলায় এখন পর্যন্ত ১৭০০ লেবানিজ প্রাণ হারিয়েছেন।  গত সপ্তাহে ইসরাইলি বিমান হামলার বেশিরভাগই আঘাত হেনেছে সংখ্যাগরিষ্ঠ শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলে এবং পূর্বে বেকা উপত্যকায়। এ অঞ্চলটিতে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি রয়েছে।