৩ মিনিটে ১৮৪ টি সেলফি! মার্কিন তারকার রেকর্ড ভেঙ্গে গিনিস বুকে নাম তুললেন অক্ষয় কুমার
ইমামা খাতুন
- আপডেট :
২৩ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক: সেলফি তুলে বিশ্ব রেকর্ড গড়লেন বলিউড তারকা অক্ষয় কুমার। ৩ মিনিটে ১৮৪ টি সেলফি তুলে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। বর্তমানে ‘সেলফি’ সিনেমার জন্য খবরের শিরোনামে রয়েছেন অভিনেতা। এই প্রথমবার মালায়ালাম সিনেমার রিমেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার ও ইমরান হাশমি। সেই সিনেমার প্রচারের কারণেই বর্তমানে মুম্বইতে রয়েছেন অভিনেতা। আর সেখানেই তিন মিনিটে সর্বাধিক সংখ্যক সেলফি তুলেছেন অক্ষয় কুমার।
অক্ষয় কুমার মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা জেমস স্মিথ এর তিন মিনিটে তোলা ১৬৮টি সেলফি তোলার রেকর্ড ভেঙেছেন। তিনি ২২ জানুয়ারি ২০১৮-এয় কার্নিভাল ড্রিম ক্রুজ জাহাজে ১৬৮টি সেলফি তুলে গিনেস বুকে নাম তুলেছিলেন। তাঁর আগে ২০১৫ সালে ২০১৫ সালে লন্ডনে সান আন্দ্রিয়াসের প্রিমিয়ারে হলিউড অভিনেতা ডোয়াইন জনসন তিন মিনিটে ১০৫টি সেলফি তুলে রেকর্ড গড়েছিলেন।