৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে মুম্বইয়ের রাস্তায় ১৪ হাজার পুলিশ মোতায়েন

চামেলি দাস
  • আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার
  • / 36

পুবের কলম, ওয়েবডেস্ক: ঈদ উপলক্ষে রবিবার এবং সোমবার মুম্বইয়ে বাড়ানো হল নিরাপত্তা। প্রায় ১৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। কোনও রকম বিশৃঙ্খলা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।পুলিশ বাহিনীতে সাতজন অতিরিক্ত কমিশনার, ১৭ জন ডেপুটি কমিশনার অফ পুলিশ, ৫০ জন সহকারী কমিশনার অফ পুলিশ, ১৯৮২ জন পুলিশ অফিসার এবং ১১,৮২০ জন কনস্টেবল রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে এই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হবে।

আরও পড়ুন: অলিম্পিক আয়োজনে আগ্রহী ভারত

পুলিশ কর্মীদের পাশাপাশি,  অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করার জন্য স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স, র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং হোমগার্ড মোতায়েন করা হয়েছে।বিশৃঙ্খলা রুখতে এবং যান চলাচল যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখা হবে। এছাড়া সংবেদনশীল এলাকাগুলোতে পুলিশ টহল দেবে।  মুম্বইবাসীদের নিয়ম মেনে উৎসব পালনে আহ্বান জানানো হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে, জনবহুল এলাকায় সতর্ক থাকতে এবং সন্দেহজনক বস্তু স্পর্শ না করতে বলা হয়েছে। সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর ১০০ এবং ১১২-তে ফোন করতে বলা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদ উপলক্ষে মুম্বইয়ের রাস্তায় ১৪ হাজার পুলিশ মোতায়েন

আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ঈদ উপলক্ষে রবিবার এবং সোমবার মুম্বইয়ে বাড়ানো হল নিরাপত্তা। প্রায় ১৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। কোনও রকম বিশৃঙ্খলা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।পুলিশ বাহিনীতে সাতজন অতিরিক্ত কমিশনার, ১৭ জন ডেপুটি কমিশনার অফ পুলিশ, ৫০ জন সহকারী কমিশনার অফ পুলিশ, ১৯৮২ জন পুলিশ অফিসার এবং ১১,৮২০ জন কনস্টেবল রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে এই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হবে।

আরও পড়ুন: অলিম্পিক আয়োজনে আগ্রহী ভারত

পুলিশ কর্মীদের পাশাপাশি,  অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করার জন্য স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স, র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং হোমগার্ড মোতায়েন করা হয়েছে।বিশৃঙ্খলা রুখতে এবং যান চলাচল যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখা হবে। এছাড়া সংবেদনশীল এলাকাগুলোতে পুলিশ টহল দেবে।  মুম্বইবাসীদের নিয়ম মেনে উৎসব পালনে আহ্বান জানানো হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে, জনবহুল এলাকায় সতর্ক থাকতে এবং সন্দেহজনক বস্তু স্পর্শ না করতে বলা হয়েছে। সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর ১০০ এবং ১১২-তে ফোন করতে বলা হয়েছে।