পুবের কলম, ওয়েবডেস্ক: সিরিয়ায় আসাদ অনুগতদের অতর্কিত হামলায় দেশটির বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। নিহতরা সবাই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ১০ জন।
প্রাণঘাতী এই হামলা ও হতাহতের জন্য দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীকে অভিযুক্ত করেছে বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন প্রশাসন। সংবাদমাধ্যম সূত্রে খবর,বুধবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তারতুস প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবদুল রহমান।