রাজারহাটে বেটিং চক্রের পর্দাফাঁস, পাকড়াও ১৩

- আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার
- / 7
পুবের কলম প্রতিবেদকঃ রাজারহাটে আইপিএলের বেটিং চক্রের পর্দা ফাঁস। অবৈধ ওই চক্রের পর্দা ফাঁস করল বাজারহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে রাজারহাটের অভিজাত আবাসন বৈদিক ভিলেজ-এর একটি ফ্ল্যাটে অভিযানে চালায় পুলিশ। সেই তল্লাশিতে নেমে বৈদিক ভিলেজের ওই ফ্ল্যাট থেকে বেটিং চক্রের সঙ্গে জড়িত ১৩ জনকে হাতেনাতে পাকড়াও করে রাজারহাট থানার পুলিশ। সেইসঙ্গে চক্রের কাজ চালিয়ে নিয়ে যেতে ব্যবহৃত বৈদ্যুতিন সামগ্রী গুলিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।
সেই তালিকা উদ্ধার হয়েছে, ২৮ মোবাইল ফোন, ৪ টি ল্যাপটপ, ক্যালকুলেটর-সহ অন্যান্য নথিপত্র। গোটা এই বেটিং চক্রের ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা বেশিরভাগই ভিন রাজ্যের বাসিন্দা। বৈদিক ভিলেজে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আইপিএলের বেটিং চক্রের চলত। অনলাইনের মাধ্যমে চলতো সেই চক্রের যাবতীয় কার্যকলাপ। চক্রে জড়িত ভিন রাজ্যের পান্ডারা এ শহরে বসে কেন ওই বেটিং চক্র চালাচ্ছিল? এ প্রশ্নে পুলিশের অনুমান, চক্রের সঙ্গে আন্তর্জাতিক কোনো যোগসূত্র সন্ধান মিলতে পারে। তাই সে বিষয়টি আরও জানতে অভিযুক্তদের হেফাজতে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছে তদন্তকারীরা।