১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ছত্তিশগড়ে এনকাউন্টার, নিহত ১২ মাওবাদী ও ২ নিরাপত্তা কর্মী

পুবের কলম
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
  • / 156

পুবের কলম,ওয়েবডেস্ক: ছুটির দিনেও উত্তপ্ত ছত্তিশগড়।রাজ্যের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে  এনকাউন্টারে ১২ জন মাওবাদী নিকেশ হয়েছে।  অন্যদিকে গোলাগুলির লড়াইয়ে  শহিদ হয়েছেন নিরাপত্তা বাহিনীর ২ জওয়ান। গুরুতর জখম আরও ২ জওয়ান। আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিজাপুরেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক সপ্তাহ আগেই মাওবাদীদের সংঘর্ষ ঘটেছিল। তখন ৮ মাওবাদীর প্রাণহানি হয়েছিল।

আরও পড়ুন: সেট পরীক্ষার ফল প্রকাশ, সফল ৩২৮২

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

হাইলাইটস 

আরও পড়ুন: kulgam encounter: কুলগাঁও-র ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই

১) বিজাপুর জেলায় গুলির লড়াইয়ে ১২ জন মাওবাদীর নিহত হন।

আরও পড়ুন: ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, মৃত্যু, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, পথে তৃণমূল কংগ্রেস

২) শহিদ ২ নিরাপত্তা কর্মী।

৩) গুরুতর আহত ২ জওয়ান

৪) শনিবার রাত থেকে শুরু হয়েছিল গোলাগুলির লড়াই

৫) গত শুক্রবার বিজাপুরের জঙ্গল এলাকায় মাওবাদীদের ‘পশ্চিম বস্তার ডিভিশন’-এর সদস্যদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়েছিলেন সংস্লগ্ন এলাকায় থাকা জওয়ানরা।

৬) ছত্তিশগড় ও মহারাষ্ট্র সীমান্তে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে নিরাপত্তা কর্মীদের একটি দল নকশাল বিরোধী অভিযানে গিয়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছত্তিশগড়ে এনকাউন্টার, নিহত ১২ মাওবাদী ও ২ নিরাপত্তা কর্মী

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ছুটির দিনেও উত্তপ্ত ছত্তিশগড়।রাজ্যের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে  এনকাউন্টারে ১২ জন মাওবাদী নিকেশ হয়েছে।  অন্যদিকে গোলাগুলির লড়াইয়ে  শহিদ হয়েছেন নিরাপত্তা বাহিনীর ২ জওয়ান। গুরুতর জখম আরও ২ জওয়ান। আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিজাপুরেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক সপ্তাহ আগেই মাওবাদীদের সংঘর্ষ ঘটেছিল। তখন ৮ মাওবাদীর প্রাণহানি হয়েছিল।

আরও পড়ুন: সেট পরীক্ষার ফল প্রকাশ, সফল ৩২৮২

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

হাইলাইটস 

আরও পড়ুন: kulgam encounter: কুলগাঁও-র ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই

১) বিজাপুর জেলায় গুলির লড়াইয়ে ১২ জন মাওবাদীর নিহত হন।

আরও পড়ুন: ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, মৃত্যু, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, পথে তৃণমূল কংগ্রেস

২) শহিদ ২ নিরাপত্তা কর্মী।

৩) গুরুতর আহত ২ জওয়ান

৪) শনিবার রাত থেকে শুরু হয়েছিল গোলাগুলির লড়াই

৫) গত শুক্রবার বিজাপুরের জঙ্গল এলাকায় মাওবাদীদের ‘পশ্চিম বস্তার ডিভিশন’-এর সদস্যদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়েছিলেন সংস্লগ্ন এলাকায় থাকা জওয়ানরা।

৬) ছত্তিশগড় ও মহারাষ্ট্র সীমান্তে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে নিরাপত্তা কর্মীদের একটি দল নকশাল বিরোধী অভিযানে গিয়েছিল।