পুবের কলম, ওয়েবডেস্ক: ভুয়ো কলসেন্টার খুলে চালানোর অভিযোগে বেহালা তারাতলা সংলগ্ন একটি অফিস থেকে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্বখ্যাত সংস্থা অ্যামাজনের নামে কল সেন্টার খুলে চলত জালিয়াতির কাজ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সোমবার তারাতলার ওয়েবেল আইটি পার্কে হানা দেয় কলকাতা পুলিশ। তল্লাশি চালায় তারা।
পুলিশ সূত্রে খবর, একটি রুমেই বসেই জালিয়াতির কাজ চলত। পুরো অফিসের মতো করেই সাজিয়ে তোলা হয়েছিল ঘরটিকে। রুমটিতে রয়েছে একাধিক কম্পিউটার, টেলিফোন এবং নানা গ্যাজেটস। অফিসের কর্মীরা পুলিশের কাছে সমস্ত তথ্য তুলে ধরে। অফিসের কর্মরতরা নিজেদের অ্যামাজন কাস্টমার কেয়ারের লাইফ স্টাইল সার্ভের কর্মী পরিচয় দিতেন। ব্রিটেনের কর্মী সেজে তারা এই জালিয়াতির কাজ চলত। ধৃতদের সকলকেই মঙ্গলবার আদালতে তোলা হবে।