বিশেষ প্রতিবেদন: বিশ্বজুড়ে যুদ্ধ, সহিংসতা গত কয়েক দশকে বেড়েছে। এতে করে সংকটে পড়েছে সাধারণ মানুষ। বিশ্বজুড়েই বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চরম দারিদ্র্যের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বের ১১০টি কোটি মানুষ। এদের মধ্যে প্রায় অর্ধেকই যুদ্ধকবলিত দেশগুলোর বাসিন্দা।
also read:দলীয় সংগঠনকে মজবুত করতে বহড়ুতে তৃণমূলের কার্যালয় উদ্বোধন
রাষ্ট্রসংঘের উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি) প্রকাশিত একটি সূচকে বলা হয়েছে, ‘বহুমাত্রিক দারিদ্র্য’-এর সব সূচকে যুদ্ধরত দেশগুলোতে বঞ্চনার উচ্চমাত্রা রয়েছে।
পুষ্টি, বিদ্যুৎ, পানি ও স্যানিটেশনের সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ‘উল্লেখযোগ্যভাবে আরও গুরুতর’ বৈষম্য রয়েছে। বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুসারে, ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের ওপর পরিচালত গবেষণায় দেখা গেছে ১১০ কোটি মানুষ তীব্র দারিদ্রের মধ্যে বাস করছে।
এদের মধ্যে ৪৫ কোটি ৫০ লক্ষ মানুষ ‘সংঘাতের ছায়ায়’ বাস করছে।
ইউএনডিপি-র অ্যাচিম স্টেইনার বলেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে সংঘাত তীব্র হয়েছে ও বহুগুণ বেড়েছে, হতাহতের সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে, রেকর্ড সংখ্যাক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং জীবন ও জীবিকার ব্যাপক বিঘ্ন ঘটেছে।’
সূচকে দেখা গেছে, ১৮ বছরের কম বয়সী প্রায় ৫৮ কোটি ৪০ লক্ষ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষের ৮৩ দশমিক ২ শতাংশ সাব-সাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় বসবাস করে।